বানিয়াচংয়ে দৈনিক খোয়াই পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শামীম আহছান’র পরিবারের পক্ষ থেকে অসহায় নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দৈনিক খোয়াই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শিব্বির আহমদ আরজু’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, জামেয়া ইসলামিয়া দারুস সালাম মাদ্রাসার পরিচালক মুফতি আহমদ আলী ও দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন।
বক্তাগণ জাতির যে কোন দূর্যোগে দৈনিক খোয়াই পরিবার পাশে থাকায় এর ভূয়সী প্রশংসা করেন এবং এ সমস্ত জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখায় সম্পাদক আলহাজ্ব শামীম আহছান পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীন হোমিও প্যাথিক চিকিৎসক আব্দুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি লিলু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান সাগর, ৭নং ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ২নং সদস্য মোঃ শাহজাহান মিয়া, ৯নং সদস্য মাহফুজুর রহমান মামুন, ১নং সদস্য মামুন আহমেদ ও সংবাদাপত্র এজেন্ট মোস্তাকিম মিয়া।
Designed by: Sylhet Host BD
Leave a Reply