1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা ও আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহার তোলে দিলেন এমপি রুয়েল

স্টাফ রিপোর্টার
  • মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

কনকনে শীতে কাঁপছে দেশ। এই তীব্র শীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল তুলে দিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সকল বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপহার কম্বল তুলে দেন তিনি।

এময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আজ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র তোলে দিতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। বীর মুক্তিযোদ্ধারা বাঙ্গালী জাতির সর্ব কালের সর্বশ্রেষ্ঠ সন্তান। সরকারের পক্ষ থেকে সবরকম সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে। এ সময় ২০৫ জন বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।

ক্যাপশন : বীর মুক্তিযোদ্ধাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার কম্বল তোলে দিচ্ছেন সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

অন্যদিকে উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব বড়ো বান্দ এলাকায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে থাকা ৩শ পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তোলে দেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। এসময় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষের উপকারের জন্য সহযোগীতা করে থাকেন। শীতের সময় তাদের শীতবস্ত্র, বিশেষ দিনে চাল, ডাল দিয়ে সহযোগীতা করে থাকন। এই সরকার ক্ষমতায় আসার পরে দেশের ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। মুজিববর্ষে প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে যাদের জমি ও ঘর নেই তাদেরকে জমিসহ ঘর দিয়েছেন।

খুব ভালো লাগছে, সমাজে যাদের ঘর-বাড়ি ছিল না প্রধানমন্ত্রী যাদের ঘর দিয়েছেন, আমরা তাদেরকে কম্বল জড়িয়ে দিয়ে প্রচন্ড শীত নিবারণের চেষ্টা করতে পেরে আনন্দিত। একটি ভালো কাজের সঙ্গে যুক্ত হলাম। তাই এসব অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল তাদের হাতে তোলে দিয়েছি ।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কমর্কতা মো: মাহবুবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম,কৃষি কর্মকর্তা এনামুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাসসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD