কৃষি জমি থেকে এক্সকেভেটার দিয়ে মাটি উত্তোলন করায় বানিয়াচং রোডে কালাডুবায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ মে) বিকালে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান।
জানা যায়, সুবিদপুর ইউনিয়নের কালারডুবা মো. আবিদ মিয়াকে মাটি উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান,বানিয়াচং মিররকে জানান,দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কোনোভাবেই কৃষি জমি এক্সকেভেটর বা ড্রেজার মেশিন বসিয়ে নষ্ট করা বা জমির শ্রেনী পরিবর্তন করা যাবেনা। প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করতে হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন বানিয়াচং থানার একদল পুলিশ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply