হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আমির উদ্দিন ৫০ কিলোমিটার মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন কক্সবাজারে দৌড়ে অংশগ্রহন করছেন। বাংলাদেশের সবচেয়ে বড় রানিং ইভেন্ট মেরিন ড্রাইভ আল্ট্রা ম্যারাথন ৫০/১০০/১৬১ তিন ক্যাটাগরিতে হয়ে থাকে। টিওবি কর্তৃক এই ইভেন্টে বাংলাদেশের প্রায় ৩ হাজারের অধিক রেজিস্ট্রেশনকারীদের মধ্যে ১৭০ জন সিলেক্টেড করা হয়েছে।
৫০ কিলোমিটারে ১৩০ জন সিলেক্টেডের মধ্যে বানিয়াচং উপজেলা ১ নং উত্তরপূর্ব ইউনিয়নের কাজি মহল্লা গ্রামের আমির উদ্দিন। উক্ত ইভেন্টে দেশ-বিদেশের ১৭০ জন আল্ট্রা রানার অংশগ্রহণ করবে।
আমির উদ্দিন বানিয়াচং মিররকে জানিয়েছেন তার সকল প্রস্তুতি শেষ। এখন শুধু ইভেন্টের অংশগ্রহনের পালা। ইভেন্টটি ১৯ ও ২০ জানুয়ারি কক্সবাজার ইনানী বিচ থেকে টেকনাফ পর্যন্ত গিয়ে আবার ইনানীতে এসে শেষ হবে। সে সকলের কাছে দোয়া প্রার্থী|
Designed by: Sylhet Host BD
Leave a Reply