1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার
  • মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে
ক্যাপশন : অসহায় মহিলার হাতে সেলাই মেশিন তোলে দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

বানিয়াচং উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের (রাজস্ব উন্নয়ন) আওতায় বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের দরিদ্র বেকার মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬জানুয়ারি) দুপুুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি থেকে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজে নানাভাবে পিছিয়ে থাকা অচ্ছল ও দু:স্থ নারীদের ভাগ্য উন্নয়নে সহযোগিতা দেওয়া হচ্ছে। আগামীতেও সরকারের এই প্রদক্ষেপ অব্যাহত থাকবে। বর্তমান সরকার সবশ্রেণীর নারীদের কল্যাণে বদ্ধপরিকর। দেশকে এগিয়ে নিতে নারীদের ভুমিকা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তা বর্তমান প্রেক্ষাপটে দেশের প্রতিটি সেক্টরে প্রমাণিত হয়েছে।

তিনি আরো বলেন, সারাদেশের মতো সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার আলোকে বানিয়াচং উপজেলা পরিষদের অর্থায়নে সমাজের অবহেলিত এসব নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হচ্ছে। মুলত তাঁরা সেলাই মেশিনের মাধ্যমে পরিবারের আয়বর্ধন যাতে করতে পারে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ছাড়াও প্রশাসনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD