হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের নবনির্বাচিত সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর পরিবারের উদ্যোগে দুই উপজেলার শীতার্ত ও অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হবে। মঙ্গলবার (১৬জানুয়ারি) দুই উপজেলার সবকটি ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে বলে বানিয়াচং মিররকে জানিয়েছেন এমপি রুয়েল।
তিনি আরো জানান, বানিয়াচং-আজমিরীগঞ্জের দুই উপজেলার সবকটি ইউনিয়নে আমার পরিবারের উদ্যোগে কম্বল বিতরণ করবো। আপাতত এসব বিতরণ করে আমার কাজ শুরু করতে চাই। প্রান্তিক ও দুস্থ মানুষের জন্য ইতিবাচক কিছু করার পদক্ষেপ আমার পরিবার থেকে অব্যাহত থাকবে সব সময় ।
প্রসঙ্গত, বিগত করোনা ও বন্যার সময়ে বর্তমান সাংসদ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল তার পরিবারের পক্ষ থেকে তিনি দুই উপজেলায় সমানতালে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকেছেন কাজ করেছেন সাধারণ মানুষের জন্য। ব্যক্তিগত ভাবেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
Designed by: Sylhet Host BD
Leave a Reply