নবীগঞ্জের ১নং ইউনিয়নের হলিমপুর গ্রামের (নোয়াহাটি) আগুনে পুড়ে নিঃস্ব পরিবারের পাশে দাড়িয়েছেন গ্রামের পাশ্ববর্তী প্রতিষ্ঠান কীর্তিনারায়ন কলেজ পরিবার।
সোমবার (২৯মে) ক্ষতিগ্রস্থ পরিবারে নগদ ২৪,৫০০ টাকা প্রদান করেন কীর্তিনারায়ন কলেজ পরিবার।
এ সময়,কলেজ পরিবারের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ টিটু দাশ,আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হলিমপুর গ্রামের যোগেশ দাশের পুত্র জগৎ জ্যোতি দাশ, জগদীশ দাশ, রনবীর দাশ, মৃত রবীন্দ্র দাশের পুত্র রতন দাশ, নিকন দাশ, লিটন দাশ, মৃত জগন্নাথ দাশের পুত্র ইন্দ্রজিত দাশ, মৃত সুরেশ দাশের পুত্র কালাচাদ দাশ, সনৎ দাশের পুত্র সন্তোষ দাশ, প্রেমতোষ দাশ, কাজল দাশ, নন্তু দাশের ১২টি পরিবারের পক্ষে গৌরাঙ্গ দাশ’র হাতে তুলে দেন এ নগদ অর্থ।
এসময় কলেজে অধ্যক্ষ টিটু দাশ, সহমর্মিতা ব্যক্ত করে বলেন, কলেজ পরিবার সমাজের গরীব দুঃখী মানুষের সেবায় পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন,কলেজ গভর্নিং বডির সদস্য গোপিকা রঞ্জন দাশ, বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য পিন্টু দাশ,সেক্রেটারি গৌরাঙ্গ দাশ,কলেজের প্রভাষক,সাহিদা বেগম, ওয়াহিদা বিলকিস, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সদস্য, প্রভাষক এম.এ কাদির (বাবুল),সাবিত্রী রায়,সংকর দাশ, কলেজের শিক্ষার্থীরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২৪ মে বুধবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের হলিমপুর গ্রামের (নোয়াহাটি) ১২টি পরিবারের ১৩টি ঘর ও ১১টি গরু পুড়ে সব ছাই হয়ে যায়। ঘর থেকে কোনো মালামাল বের কর সম্ভব হয়নি। ঘরের স্বর্ণ, নগদ টাকা, ধান এসব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হবে বলে জানিয়েছেন করেন ক্ষতিগ্রস্থরা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply