ভোটের দিন যতো ঘনিয়ে আসছে ততোই প্রচারণায় এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে এখন পাল্টে গেছে প্রচারণার ধরণ। এখন কেবল আর মাঠে-ঘাটে প্রচারণা চালালেই চলছে না, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হতে হচ্ছে প্রচারণায়।
তরুণদের টানতে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের প্রার্থীরাও তৎপর ভার্চুয়াল দুনিয়ায়। ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদিনই লাইভ, ভিডিও, ছবি আর বক্তব্য ফেসবুকসহ বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে তুলে ধরছেন তাঁরা।
হবিগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ঈগল এর সমর্থকরা ফেসবুকে তাদের প্রার্থীদের নামে আইডি, ফ্যানপেজ খুলে সেখানে প্রার্থীদের নাম, প্রতীক এবং ব্যক্তিগত তথ্য তুলে ধরছেন। নিজনিজ প্রচারণার খুঁটিনাটি ফেসবুকে লাইভসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রচার-প্রচারণাও তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সমর্থকরাও ভার্চুয়াল প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ফেসবুকে প্রার্থীদের বিভিন্ন পোস্ট শেয়ার, আপলোড দিয়ে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন নিজ নিজ দলের সমর্থক ও নেতাকর্মীরা। নির্বাচনী সভা সমাবেশ তাদের ফেসবুক আইডিতে লাইভ তোলে ধরছেন তারা।
এদিকে সংসদ সদস্য প্রার্থী নিজেদের বক্তব্য প্রচারণা নিয়ে ভিডিও ডকুমেন্টারি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই ডকুমেন্টারিগুলো প্রচুর লাইক, কমেন্ট, ভিউ হচ্ছে। ভোটাররা কমেন্টও করছেন পক্ষে-বিপক্ষে।
ভার্চুয়াল লড়াইয়ে সমানতালে নৌকার প্রতীকের এমপি প্রার্থী ও স্বতন্ত্র ঈগল প্রতীকের এমপি প্রার্থী সমর্থকরাই বেশি এগিয়ে। তাছাড়া অন্য দলের প্রার্থী থাকলেও তাদের প্রচার-প্রচারণা তেমন একটা চোখে পড়ছেনা। নৌকা আর ঈগল মার্কার জমজমাট লড়াই চলছে হবিগঞ্জ-২ তথা বানিয়াচং আজমিরীগঞ্জ আসনে।
বিভিন্নজনের ফেসবুক টাইমলাইন ঘুরে দেখা গেছে, শুধু প্রার্থীর পোস্টার বা ছবি প্রকাশ করেই তারা ক্ষান্ত হচ্ছেন না। প্রার্থীদের বিগত দিনের ইতিবাচক ও নেতিবাচক বিষয়গুলোও প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুর রহমান আসাদ বলেন, ‘তরুণদের একটি অংশ এতে সংযুক্ত থাকায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী কার্যক্রম তাতে তুলে ধরছি। সাড়াও পাচ্ছি ব্যাপক।’
এদিকে ভার্চুয়াল জগতে আওয়ামী লীগকে বেশ ভালোই টেক্কা দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীরা। এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ উদ্দিন সুজন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীর কার্যক্রম প্রচার করতে নিজেদের ফেসবুক আইডির পাশাপাশি কমিউনিটি ভিত্তিক বেশ কিছু গ্রুপ খোলা হয়েছে কর্মী-সমর্থকদের পক্ষ থেকে।
তারা নির্বাচনী কার্যক্রম নিয়মিত সেখানে তুলে ধরছেন। ডিজিটাল মাধ্যমে প্রচারণা বানিয়াচং- আজমিরীগঞ্জ নির্বাচনী আসনে ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন অনেকেই।
Designed by: Sylhet Host BD
Leave a Reply