তোমার চোখে বাংলাদেশ ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৩-এ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের ছেলে শংকু দেব।
গত বৃহস্পতিবার (২১ডিসেম্বর) সিলেট স্টেডিয়ামের মুক্ত মঞ্চে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেরা ফটোগ্রাফার হিসেবে নির্বাচিত করা হয় শংকু দেবকে।
প্রতিযোগীতার ১ম রাউন্ডে ৩ জনকে নির্বাচিত করা হয়। পরে ২য় রাউন্ড থেকে ওই তিনজন থেকে আরো ১০টি করে ছবি জমা দিতে বলা হয়।
পরবর্তীতে এদের থেকে বাছাই করে সেরা প্রতিযোগীতর হিসেবে শংকুকে বেছে নেয়া হয়। এই প্রতিযোগীতায় ৬৪ জেলা থেকে ৬৪জন প্রতিযোগী অংশ নেন। সবাইকে পুরষ্কার হিসেবে ১ করে আইফোন-১৪ পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় নাট্যকার ও সেলিব্রেটি রুকেয়া জাহান চমক,অভিনেত্রী আহসান হাবীব ভাবনা, অভিনেতা মিলন ভট্টাচার্য ,অভিনেতা হাসান হাবিব নাসিম , অভিনেত্রী সামিরা খান মাহী ,অভিনেত্রী ঊর্মিলা কর শ্রাবন্তী ও অভিনেতা সাজু খাদেম।
Designed by: Sylhet Host BD
Leave a Reply