নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ।
শনিবার (১৬ডিসেম্বর) ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাজারের সকল ব্যবসায়ীদের নিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
এর মধ্যে ছিল, সাঁতার প্রতিযোগিতা, ছোটদের মোরগের লড়াই, পাতিলভাঙ্গা, পুকুরের পানিতে হাঁস ধরা, ব্যাডমিন্টন প্রতিযোগীতা। এশার নামাজের পর উক্ত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বানিয়াচং ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব ও বিজয় দিবস উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতির সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উপদেষ্টা বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি সাবাজ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন খান বলেন, গ্রাম গঞ্জের হাটবাজাগুলোতে মানুষ এখনও খেলা প্রেমী সেটা বলার অপেক্ষা নেই। দর্শকের উপস্থিতিই বলে দিয়েছে সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে সামান্য হলেও মানসিক অবস্থার উত্তরণ সম্ভব।
খেলা ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। খেলাধুলা শুধু উপভোগের বিষয় নয় এর মাধ্যমে শরীরের বিভিন্ন সমস্যা দূর করা করা যায়। গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের আয়োজনে এই খেলাধুলা সত্যিই প্রশংসার দাবিদার। এ রকম খেলার আয়োজন প্রতি বছর হোক এই কামনায় করছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্যানিংগঞ্জ বাজার নির্বাচন পরিচালনা কমিটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিপুল ভুষণ রায়, আহবায়ক কমিটির সদস্য সনজব আলী, বাবুল মিয়া, দয়াময় দেব, রবিউল আলম রবি,এমদাদুল হাসান শাহিন, দিদারুল আলম বাবলু, ব্যবসায়ী শেখ আব্দাল হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বর্তমান কার্যকরি কমিটির সিনিয়র সহভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান সাগর, কার্যকরি কমিটির সিনিয়র সদস্য রায়হান উদ্দিন সুমন.ব্যবসায়ী শফিউর রহমান ।
প্রতিযোগিতার সার্বিক দায়িত্বে ছিলেন মোস্তাকিম মিয়া ও আহমেদ নুর উদ্দিন। এদিকে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগীতার (দ্বৈত) খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মোট ২১ দল অংশ নেয়। ওই দিন প্রতিযোগিতার ফাইনাল খেলায় রাহুল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আতিক জুটি। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply