1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন

বিজয়ের প্রথম প্রহরে শহীদদের প্রতি বানিয়াচং মডেল প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার
  • শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে
ক্যাপশন : মডেল প্রেসক্লাবের উপদেষ্টাকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন ক্লাবের নেতৃবৃন্দ।

আজ শনিবার (১৬ডিসেম্বর) মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।

ক্যাপশন : শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্বে  বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টাসহ ক্লাব নেতৃবৃন্দ।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫২ বছর পূর্তির দিন আজ।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে বানিয়াচংয়ের বড়বাজারস্থ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বানিয়াচং মডেল প্রেসক্লাব।

শনিবার (১৬ডিসেম্বর) ক্লাবের পক্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন,বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শাহিবুর রহমান, মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, সিনিয়রসহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, কার্যকরি কমিটির সিনিয়র নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন,আব্দুল মালেক।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD