এলিট ট্রেডিংস এর আয়োজনে এলিট হাফ ম্যারাথনে রানার্সআপ হয়েছে বানিয়াচংয়ে আমির উদ্দিন। গত শনিবার (৯ডিসেম্বর) সকাল ৭টায় কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে ১০ কিলোমিটার ক্যাটাগারিতে ২২১ জন রানার এর মধ্যে প্রথম রানার্সআপ হয়েছেন আমির উদ্দিন।
পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। পুরষ্কার হিসেবে মেডেল ও প্রাইজবন্ধ তোলে দেন তিনি।
এ বিষয়ে অ্যাথলেট আমির উদ্দি জানান, ভালো স্পন্সর থাকলে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারতাম।তাছাড়া রান করার জন্য আমার কোন ভালো রানিং সু ও টাইমিং ঘড়ি না থাকায় ভালো কিছু করতে পারিনি।
তিনি আরো জানান, আগামী ১৫ ডিসেম্বর মুন্সিগঞ্জের গজারিয়ায় ১০ কিলোমিটার বিজয় মিনি ম্যারাথনে অংশ নিবেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply