জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটের উপশহরে নতুন আঙ্গিকে এমএম স্মার্টসপের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৮ডিসেম্বর) সন্ধ্যায় উপশহরের ১ নাম্বার রোডের ই ব্লকের ১৫ নাম্বার হাউজের গ্রাউন্ড ফ্লোরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার (ভিসি) ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে ড. ভিসি শাকিল বলেন, এখন হচ্ছে স্মার্ট যুগ । শামসুন্নাহর সুমা উনি একজন নারী উদ্যোক্তা এ ক্ষেতে তিনি ব্যতিক্রম। সরকারি চাকরির পিছনে না ছুটে কিভাবে অন্যদের চাকরি দেয়া যায় সেই কাজ ই করতে হবে। আর এই কাজটা ই করে যাচ্ছে এমএস স্মার্টসপ। অনলাইনের অফলাইনেও তারা ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি আরো বলেন,ব্যবসা ক্ষেত্রে নারীদের এগিয়ে আসতে হবে।
ব্যাংকগুলো যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে আরো উপকৃত হবে নারীরা। পাশাপাশি নারীদের প্রশিক্ষণের দরকার। উদ্যোক্তা সুুমা মতো ব্যক্তিরা এগিয়ে আসায় অন্য নারীরাও উৎসাহীত হচ্ছেন। তিনি অনেক দিন যাবত এই ব্যবসার সাথে জড়িত। সিলেটের অন্যান্য নারীরা এই সুমাকে অনুসরণ করা উচিত বলে মনে করি।
নারী উদ্যোক্তা এমএস স্মার্টসপের সত্ত্বাধিকারী শামসুন্নাহার সুমা বলেন,আমি আমার ব্যবসায়ী অফলাইনে শুরু করেছি ৮/৯ মাস পূর্বে। নতুন আঙ্গীকে বড়ো পরিসরে শুরু করেছি। আমরা নারী উদ্যোক্তারা প্রথমে কিন্তু বড়ো করে শুরু করতে পারিনা । আস্তে আস্তে আগাতে হয়। উদ্বোধন করতে যে ভিত্তি বা এনার্জি লাগে সেটা আমার আগে ছিলনা। এখন সব পরিপুর্ণ হওয়ায় উদ্বোধন করতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন ,উদ্যোক্তারা কিন্তু অনেক পণ্য তৈরী করেন। এসব পণ্য বিক্রি করার জায়গা কিন্তু পায়না। আমি চেষ্টা করবো সব উদ্যোক্তাদের পণ্য সংগ্রহে আনার। টিমওয়ার্ক করে কাজ করলে সব মেয়েরা অনেক কাজ করতে পারবে অনেক দুর এগিয়ে যাবে। সিলেটে যারা বিদেশী পণ্য নিয়ে কাজ করেন তারা অন্তত দেশীয় পণ্য নিয়েও কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নারী উদ্যোক্তা শামসুন্নাহার সুমা।
তার দোকানে সিলেটি মনিপুরী, জামদানী, ব্লকসিট,বুটিক,চা-পাতা,ব্যাগসহ নানা দেশীয় পণ্য রয়েছে বলেও জানান তিনি। উদ্বোধনের পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটেন এমএস স্মার্টসপের কর্ণধার শামছুন্নাহার সুমা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী উদ্যোক্তাসহ এলাকার নানা শ্রেণী পেশার উপস্থিত ছিলেন ।
উল্লেখ,নারী উদ্যোক্তা শামসুন্নাহার সুমা উইমেন ই কমার্স ট্রাস্ট (উয়ি) এর হবিগঞ্জ জেলার সাবেক জেলা প্রধান ছিলেন। বর্তমানে তিনি উয়ি’র সিলেট জেলা প্রধান হিসেবে দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সহিত দায়িত্বপালন করে আসছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply