1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

বানিয়াচং মিরর পাঠকের প্রত্যাশা পূরণে অনেকটা পথ এগিয়ে যাবে-ইউএনও মাহবুবুর রহমান

তানজিল হাসান সাগর
  • বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে
ক্যাপশন : অনুষ্ঠানে বানিয়াচং মিরর এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

“সত্যের পথে অবিচল” এই শ্লোগান নিয়ে বানিয়াচংয়ের শীর্ষস্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল (নিবন্ধনের জন্য আবেদনকৃত) “বানিয়াচং মিরর” এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকাল ১০টায় বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারস্থ বানিয়াচং মডেল প্রেসক্লাব কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বানিয়াচং মিরর এর সম্পাদক ও প্রকাশক রায়হান উদ্দিন সুমনের সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক ইমতিয়াজ আহমেদ লিলু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: মাহবুবুর রহমান বলেন, সমাজের নানা অসঙ্গতি ও অনিয়ম তোলে ধরার ক্ষেত্রে বানিয়াচং মিরর এর ভূয়সী প্রশংসা ও পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, শুধুমাত্র বানিয়াচংয়ে নয় সমগ্র পৃথিবীতে অনলাইন পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ক্যাপশন : প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ

অনলাইন পত্রিকার মাধ্যমে বিশ্বের যে কোন স্থানের সংবাদ মুহুর্তের মধ্যে আমরা জানতে পারছি। মাত্র ১ বছরে বানিয়াচং মিরর পাঠকের প্রত্যাশা পূরণে অনেকটা পথ এগিয়ে গেছে। আশা করি, বানিয়াচং মিরর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম হয়ে উঠবে।

ক্যাপশন : অনুষ্ঠান পরিচালনা করছেন বানিয়াচং মিরর এর সহযোগী সম্পাদক ইমতিয়াজ আহমেদ লিলু।

তিনি আরো বলেন, বর্তমানে ডিজিটাল বাংলাদেশ হওয়ায় কাগুজে পত্রিকা এখন অনেকটাই মুহ্যমান। ইন্টারনেটের বদৌলতে এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন। সেসব ফোনেও এখন পত্রিকা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে অনলাইন পত্রিকার গুরুত্ব অপরিসীম।

ক্যাপশন : বক্তব্য রাখছেন তরঙ্গ২৪ এর সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমেদ আরজু।

পত্রিকায় আজকের সংবাদ আগামীকাল প্রকাশ হয়। আর অনলাইন পত্রিকায় যখনকার ঘটনা তখনই জানা যায়। এই বানিয়াচং মিরর অনলাইন পত্রিকা সবসময়ই সবার আগে সংবাদ প্রকাশের মধ্য দিয়ে মানুষের চাহিদা মিটিয়ে থাকবে বলে আশা করছি। বানিয়াচং মিরর ১বছর কেন আরও ২০ বছর সগৌরবে টিকে থাকুক সেই কামনাই করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বানিয়াচং থানার তদন্ত (ওসি) আবু হানিফ, বানিয়াচং মডেল প্রেসক্লাব উপদেষ্টা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, শাহিবুর রহমান ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন।

ক্যাপশন : অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব মতিউর রহমান মতি, বানিয়াচং তরঙ্গ২৪ এর সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমেদ আরজু, বানিয়াচং মিররের স্পোর্টস প্রতিনিধি সৈয়দ সুহেল রানা, নিশাদ সর্দার, বানিয়াচং প্রতিনিধি আহমেদ নুর উদ্দিন প্রমুখ। এর পূর্বে আগত অতিথিদের নিয়ে বানিয়াচং মিরর এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে বানিয়াচং মিরর এর শুভাকাঙ্খি, প্রতিনিধি,পাঠকসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD