1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিলেন এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার
  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৩টায় বানিয়াচং বড়বাজারস্থ জননী কমিউনিটি সেন্টারে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এর আগে হবিগঞ্জ-২ আসন থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন এমপি মজিদ খান। তবে দল থেকে মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

এ সময় এমপি মজিদ খান তার আবেগঘন বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক আসনেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে বলেছেন। এক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন না পেলেও বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব।

আমি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বানিয়াচং আজমিরীগঞ্জ এ উন্নয়নমূলক কাজ করেছি। জানি না সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে কিনা। ১৫ বছরের বানিয়াচং আজমিরীগঞ্জ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আমি ভোট ও দোয়া প্রার্থী।

আমি মানুষ। মানুষ হিসেবেও আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন।
তিনি বলেন, নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, দলের কেউ প্রার্থী হলে তাঁকে সমস্যার সৃষ্টি হয় এমন কিছুই করা যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশই হচ্ছে সবচেয়ে বড়। তাঁর বদৌলতে এ নির্বাচনী এলাকায় (হবিগঞ্জ-২) অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

আমি তাঁর নির্দেশকেই মাথায় নিয়ে উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার জন্য আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি।
এই নির্বাচন নৌকার বিরুদ্ধে নয় দাবি করে তিনি বলেন, এই নির্বাচন আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে এমপি মজিদ খান বলেন, বিগত ১৫ বছর আমি দুই উপজেলায় সর্বত্র ব্যাপক উন্নয়ন করেছি।

জনগণের স্বার্থে উন্নয়নের ধারাবাহিকতায় আবারো জনগণ আমাকে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। এজন্য আপনাদের সহযোগীতা চাই। মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মী ছাড়াও দুই উপজেলার শতশত শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD