1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে এইচএসসিতে ফল বিপর্যয় : জিপিএ-৫ পায়নি ৩ কলেজের কেউ

স্টাফ রিপোর্টার
  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

বানিয়াচংয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় উপজেলার ৬টি কলেজের ফল বিপর্যয় ঘটেছে। এসব কলেজের  মোট পাশের হার ৭০.৩২। ৩ কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি।

রোববার (২৬নভেম্বর) সারাদেশে একযোগে এইচএসসির ফল প্রকাশ হয়। ওই সব প্রতিষ্ঠান গুলোর প্রধানসহ কিছু কিছু প্রতিষ্ঠানের শিক্ষকদের অবহেলার কারনেই শিক্ষার্থীরা ভালো ফলাফল থেকে বঞ্চিত হয়েছে বলে অভিভাবকরা জানিয়েছেন।

তারা আরো জানান, এইসব কারনে শিক্ষার্থীদের মাসুল দিতে হচ্ছে। তবে প্রতিষ্ঠান প্রধানরা তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, তুলনামূলক শিক্ষার্থী দুর্বল ও অন্যান্য কারনে ফলাফল কিছুটা খারাপ হয়েছে।

এদিকে ফলাফল বিপর্যয় কারণ খুঁজে বের করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকার সচেতন মহল। বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ফলাফল বিপর্যয়ের ক্ষোভ জানিয়েছেন প্রতিষ্ঠানগুলোর সাবেক শিক্ষার্থীসহ শুভাকাঙ্খিরা।

প্রকাশিত ফলাফল ও বানিয়াচং মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জনাব আলী সরকারি কলেজ থেকে ৩৪৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ২৪৯ জন। অকৃতকার্য হয়েছে ১০০ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। এই কলেজে শতকরা পাশের হার ৭১.৫৫।

শচীন্দ্র ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৯০৩ জন ছাত্রছাত্রী অংশ নেয়। পাশ করেছে ৭৬১ জন। অকৃতকার্য হয়েছে ১৪২ জন। জিপিএ-৫ পেয়েছে ৯ জন। এই কলেজের পাশের হার ৮৫.১২।

বানিয়াচংয়ে একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান সুফিয়া মতিন মহিলা কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৩৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে ১৯৮ জন। অকৃতকার্য হয়েছে ১৫৩ জন। কলেজে জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাশের হার ৫৬.৪১।

বানিয়াচং আইডিয়াল কলেজ থেকে মোট ২৬০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ১০৭ জন। অকৃতকার্য হয়েছে ১৫৩ জন। এই কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি। পাশের হার ৪১.১৫।

শেখ সামছুল হক কলেজ থেকে ৫৫ জন ছাত্রছাত্রী এবারের পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ৩১ জন। অকৃতকার্য হয়েছে ২৪ জন। জিপিএ-৫ পায়নি কেউ। পাশের হার ৫৬.৩৬।

বক্তারপুর আবুল খায়ের স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ১১৭ জন ছাত্রছাত্রী অংশ নেয়। পাশ করেছে ৮৩ জন । অকৃতকার্য হয়েছে ৩৪ জন। জিপিএ-৫ পায়নি কেউ। এই কলেজের পাশের হার ৭০.৯৪।

ফলাফল বিপর্যয়ের বিষয়ে জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সামছুজ্জামান খান এর সাথে কথা হলে তিনি জানান, কি কারণে ফলাফল বিপর্যয় হয়েছে সেটা আসলে এই মুহুর্তে বলা যাচ্ছে না। তবে যাচাই-বাছাই শেষে বলতে পারবো। যদি আমাদের কাছে মনে হয় যে ওই কারণে ফল খারাপ হয়েছে তাহলে আমরা সেটা শোধরানোর চেষ্টা করবো।

বানিয়াচং আইডিয়াল কলেজের অধ্যক্ষ ফরিদ হোসেন জানান, ছাত্রছাত্রীদের নিয়মিত কলেজে না আসা আর টেস্ট পরীক্ষায় খারাপ করার কারণে এমনটা হয়ে থাকবে পারে। তারপরও বিষয়টা সবাইকে নিয়ে বসে অন্য কোন কারণ যদি থেকেও থাকে তাহলে সমাধান করে নিব।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD