বানিয়াচং প্রিমিয়ার লীগ (বিপিএল) টুর্নামেন্টে আগামী শনিবার (২৫ নভেম্বর) ১ম সেমিফাইনালে ইস্ট ওয়ারিয়র্স শরীফখানীর প্রতিপক্ষ সূর্যতরুন ক্রিকেট ক্লাব। এবং পরের দিন রবিবার (২৬ নভেম্বর) ২য় সেমিফাইনালে আর.সি পাড়ার প্রতিপক্ষ অনির্বাণ ক্রিকেট ক্লাব।
দলে থাকবে শিবলু, জুনায়েদ, তোফায়েল, সজল, আনু, মৃত্যুঞ্জয়দের মতো সারা বাংলাদেশ কাঁপানো টেইপ টেনিস স্টার খেলোয়াড়রা।
শিডিউল ম্যানেজ হয় তাহলে দেশসেরা টেপ টেনিস অলরাউন্ডার নাজমুল ও ইয়াসিনও থাকতে পারে সেমিফাইনালে।
সেমিফাইনাল ২ টি শুরু হবে সকাল ১০ টায়। শরীফখানী ঈদগাহ সংলগ্ন মাঠে। এতে সকল ক্রিকেট প্রেমী ক্রিড়ামোদী দর্শকের উপস্থিতি কামনা করছে বানিয়াচং মিরর ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply