বানিয়াচং উপজেলার ৫/৬ নং ইউনিয়ন ভ‚মি অফিসের তহশিলদার মোহাম্মদ রেজাউল করিমকে ঘুষ বাণিজ্য ও দুর্নীতির দায়ে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৩ টায় উক্ত আদেশ দেন হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম।
তিনি জানান, তহশিলদার রেজাউল করিমসহ আরও ২ জন স্টাফকে স্ট্যান্ড রিলিজ করে জেলা প্রশাসক কার্যালয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, তহশিলদার রেজাউল করিমের ঘুষ বাণিজ্যের অভিযোগে সোমবার ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। গত ১৯ নভেম্বর ২০২৩ হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগে উপজেলা সদর কামালখানী গ্রামের মোঃ আব্দুল তহিদ মিয়ার বিধবা মেয়ে মাসকুদা বেগম জানান, তার ভোগদখলে থাকা স্বামীর নামে সম্পত্তি গ্রাস করতে বিরোধীরা ১৪৪ ধারা চেয়ে আদালতে মামলা দিলে তহশিলদার রেজাউল করিম তদন্তভার পান।
এরপর গত ১ মাস আগে ওই বিধবাকে অফিসে নিয়ে তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে তাৎক্ষনিক অবমুক্ত করে জেলা প্রশাসক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply