1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ওসি মাসুক আলীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
ক্যাপশন : মতবিনিময় সভা শেষে মুক্তিযোদ্ধাদের নিয়ে ওসি মাসুক আলীর ফটেোসেশন ।

নবীগঞ্জ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী। বুধবার (১৫নভেম্বর) দুপুরে থানার ঘোলঘরে মতবিনিময় ও চা-চক্রের আয়োজন করেন তিনি। মতবিনিময় সভায় উপজেলার প্রায় ৬০ জন বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-বীর প্রতীক নূর উদ্দিন, সাবেক এএসপি বীর মুক্তিযোদ্ধা জাহিদ আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোর্শেদুজ্জামান রশীদ,বীর মুক্তিযোদ্ধা আফছর উল্লাহ,বীর মুক্তিযোদ্ধা বজেন্দ্র চন্দ্র দাস।

মতবিনিময়ের এক ফাঁকে ওসি মাসুক আলী উপস্থিত মুক্তিযোদ্ধাদের খোঁজ-খবর নেন। পরে নবীগঞ্জ থানার ওসি’র কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বসার জন্য সংরক্ষিত চেয়ার উদ্বোধন করা হয়।

এই বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী বানিয়াচং মিররকে বলেন,বীর মুক্তিাযোদ্ধারা সেবার জন্য থানায় আসলে তাদের সংরক্ষিত চেয়ারে বসানো হবে।

থানায় সেবা নিতে আসা মুক্তিযোদ্ধারা এই চেয়ার ব্যবহার করবেন। তবে একাধিক মুক্তিযোদ্ধা গেলে সিনিয়র হিসেবে এ চেয়ার ব্যবহারের সুযোগ পাবেন। মুক্তিযোদ্ধারা ব্যতিত এই চেয়ারে কেউ বসতে পারবেন না।

তিনি আরো বলেন, জাতির বীর সন্তানদের সম্মান দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা যে চেতনা নিয়ে আমাদের এই দেশ স্বাধীন করেছিলেন তাদের সম্মান দেখানোর মাধ্যমে আমরা সেই চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চাই।

থানায় যে সব লোকজন ও সেবা প্রত্যাশী আসবেন তারা পুলিশ পরিসেবার পাশাপাশি এই চেয়ারটা দেখে অনুপ্রাণিত হবেন যে বীর সন্তানদের কিভাবে সম্মান দেখাতে হয়।

শ্রদ্ধা-সম্মান থেকে এই কাজটা করা হয়েছে। সবশেষে ওসি মাসুক আলীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদেরকে দুপুরে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD