হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী। মঙ্গলবার (১৪নভেম্বর ) হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নবীগঞ্জ থানাকে জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ “হিসাবে মনোনিত করে পুলিশ সুপার এস এম মুরাদ আলি অফিসার ইনচার্জ মো. মাসুক আলীকে ক্রেস্ট তুলে দেন ।
জানা যায়,অপরাধ, মামলা তদন্ত, মাদক উদ্ধার, পেশাদার ডাকাত গ্রেফতার, গ্রেফতারী ও সাজা আসামী গ্রেফতার সহ আইনশৃংখলা রক্ষায় টিম নবীগঞ্জ থানার কার্যক্রমে চিরুনী অভিযান চালিয়ে সব অপরাধমূলক কর্মকাণ্ডে প্রতিরোধ গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করেছেন তিনি।
এ ব্যাপারে ওসি মাসুক আলীর সাথে কথা বললে তিনি জানান, এ সাফল্য “টিম নবীগঞ্জ থানার” সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের ফসল। টিম নবীগঞ্জ থানা জনগনের সেবা ও আইন শৃংখলা রক্ষায় বদ্ধ পরিকর।
উল্লেখ্য, ওসি মাসুক আলী চলতি বছরের ৫ই সেপ্টেম্বরে নবীগঞ্জ থানায় যোগদান করেন। এর আগে তিনি আজমিরীগঞ্জ থানায় ও এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় অবস্থান তৈরি করেছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply