1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ২৮টি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে
ক্যাপশন : ভবন উদ্বোধনের সময় আলোচনা সভায় উপস্থিত হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সারা দেশে একযোগে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪নভেম্বর) সকাল ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এগুলো উদ্বোধন করেন তিনি।

এরই ধারাবাহিকতায় বানিয়াচংয়ে ২৮টি বিদ্যালয়ের বহুতল ভবন উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যালয়ের ভবনগুলো উদ্বোধন করেছেন।

মাধ্যমিক পর্যায়ের বানিয়াচং লোকনাথ রমণ বিহারী (এল আর) সরকারি উচ্চ বিদ্যালয়ের লিফটসহ ৬ তলা ভবন উদ্বোধন উপলক্ষ্যে বিদ্যালয় ভবনে বানিয়াচং উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) মোঃ কবিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আজগর, ইউজিডিপি অফিসার দেলোয়ার হোসেন, লোকনাথ রমণ বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান, আরফান উদ্দিন,আনোয়ার হোসেন, আওয়ামৗ লীগ নেতা তজম্মুল হক চৌধুরী ও নজরুল ইসলাম, যুবলীগ নেতা ছায়েব আলী, শাহজাহান মিয়াসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।

এ ছাড়া একই সময়ে প্রাথমিক পর্যায়ে মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,তারাসই সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায় মর্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াবাদ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাওড়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হারুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়,, জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চমকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ইউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আওয়াল মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD