বানিয়াচং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অপ্রাপ্ত বয়স্ক চালকদের দ্বারা টমটমসহ বিভিন্ন গাড়ি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হলেও তা কার্যকর না হওয়ার খেসারত দিতে হলো বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়াকে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে অপ্রাপ্ত বয়স্ক চালকের টমটমের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছেন। পথচারীরা আহত সাংবাদিক মখলিছ মিয়াকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
সাংবাদিক মখলিছ মিয়া জানান, সকালবেলা তিনি কৃষিজমি দেখতে মোটর সাইকেলে উত্তরের হাওরে যাচ্ছিলেন। যাবার পথে সারং বাজারের কাছে বিপরীত দিকে থেকে আসা একটি টমটম (ব্যাটারী চালিত অটোরিক্সা) তার মোটর সাইকেলে ধাক্কা দিলে সড়কের পাশের খাদে পড়ে যান। এতে তার বামহাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
সাংবাদিক মখলিছ জানিয়েছেন তার মোটর সাইকেলে ধাক্কা দেয়া টমটমের চালক অপ্রাপ্ত বয়স্ক। এব্যাপারে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বানিয়াচং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় অনেক সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু সেসব কার্যকর হয়না।
অপ্রাপ্ত বয়স্ক চালকদের দ্বারা টমটমসহ কোনো প্রকার যানবাহন চলাচল করতে দেয়া হবেনা মর্মেও একটি সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু এটি কার্যকর না হওয়ায় তাকে আহত হতে হয়েছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন!
Designed by: Sylhet Host BD
Leave a Reply