বানিয়াচংয়ে আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতা,বয়স্ক ভাতাসহ নানা রকম উপকারভোগী ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
বৃহস্পতিবার (৯নভেম্বর) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন, সরকার নিরাপত্তা বেষ্টনীর আওতা বাড়ানোর ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল ভোগের সংখ্যা ৫৭ লাখ ৬৭ হাজারে দাঁড়িয়েছে।
বয়স্ক ভাতা কর্মসূচির আওতায় সরকার ৩৫ লাখ দরিদ্র ব্যক্তিকে মাসে ৫০০ টাকা করে দিচ্ছে। ১২ লাখ ৬৫ হাজার বিধবা বা স্বামী পরিত্যক্তা নারীর জন্য ৭৫৯ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার।
এছাডা ৮ লাখ ২৫ হাজার প্রতিবন্ধী মানুষকে মাসে ৬০০ টাকা করে ও ১০ লাখ অতিদরিদ্র নারীকে ৩০ কেজি চাল বিতরণসহ ৮ লাখ অতিদরিদ্র মাকে মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে সরকার।
এমপি মজিদ খান আরো বলেন, সরকার সবাইকে সেবা দিচ্ছে। এ ক্ষেত্রে কে কোন দল করে বিবেচনা করা হচ্ছেনা। মানুষের জীবনের চাহিদা, অন্ন বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা, সেই সঙ্গে সঙ্গে সড়ক যোগাযোগসহ সব ক্ষেত্রে ২০০৯ থেকে উন্নয়ন করে যাচ্ছে বর্তমান সরকার।
মতবিনিময় সভায় উপজেলার ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধি, হাজার হাজার উপকারভোগী ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply