আজমিরীগঞ্জ উপজেলার ইউআরসি’র ইন্সট্রাক্টর মোবারক হোসেনের বিরুদ্ধে প্রশিক্ষণ না করিয়ে টাকা উত্তোলন, প্রশিক্ষণে আর্থিক অনিয়ম, শিক্ষকদের সাথে অসদাচরণ, শিক্ষা উপকরণ বাণিজ্যসহ নানা অভিযোগে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।
দীর্ঘ তদন্ত শেষে অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ইন্স্রট্রাক্টর মোবারক হোসেনকে রাঙামাটির লংগদু উপজেলায় বদলি করা হয়েছে।
রবিবার (৬নভেম্বর) প্রশাসনিক ও বদলির আদেশ জারি করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (শিক্ষাক্রম ও গবেষণা) মো: আবুল কাশেম মিয়া। বদলির আদেশে আজ সোমবার এর মধ্যে দায়িত্ব হস্তান্তর করবেন। অন্যথায় আগামীকাল (মঙ্গল) থেকে তাৎক্ষনিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে।
ইন্সট্রাক্টর মোবারক মিয়ার বদলির বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর সুপারিটেনডেন্ট (সুপার) মো: কফিল উদ্দিন। বদলির আদেশের কপি পরিচালক (প্রশাসন/আইএমডি/প্রশিক্ষণ), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (পরিচালক,আইএমডি) আদেশটি অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করার জন্য বলা হয়েছে। পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব, প্রতিমন্ত্রীর দপ্তর,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১), বিভাগীয় উপপরিচালক, সচিবের একান্ত সচিব ও সচিবের দপ্তরে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর “আজমিরীগঞ্জে ইউআরসি’র ইন্সট্রাক্টরের বিরুদ্ধে শিক্ষকদের প্রশিক্ষণের টাকা আত্নসাতের অভিযোগ”-যারা অভিযোগ দিয়েছে তারা গর্দভ-এই শিরোনামে দৈনিক সকাল/আমার হবিগঞ্জে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
প্রসঙ্গত, আজমিরীগেঞ্জর ইউআরসি’র ইন্সট্রাক্টর মোবারক হোসেন নানা অজুহাতে শিক্ষকদের শিখনক্রম ও বিস্তরণ, প্রশিক্ষণ থেকে অর্থ আত্নসাত, প্রশিক্ষণ করাতে অনিহা, প্রশিক্ষণে অপ্রাসঙ্গিক কথাবার্তা, শিক্ষকদের সাথে অসদাচরণসহ নানা অভিযোগ উঠে।
এরই প্রেক্ষিতে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply