সরকারি কাজে বাঁধা ও নাশকতা ঘটনায় দায়ের করা মামলায় বানিয়াচং উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুল হোসাইন মারুফকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশের একটি দল।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসাইন জানান, আটক আসামীকে রবিবার (৫নভেম্বর) আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে । মামলার বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদান ও নাশকতার অভিযোগ এনে বানিয়াচংয়ে বিএনপি-জামায়াতের ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০০/১২০জনকে আসামী করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন এসআই মঞ্জুরুল ইসলাম।
এই মামলায় ৪ নাম্বার আসামী উপজেলা বিএনপি’র সভাপতি মুজিবুুল হোসাইন মারুফ। এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের ৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply