1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

পুলিশ কনস্টেবল পারভেজ হত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বানিয়াচঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর বানিয়াচং শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর সভাপতি শেখ তানভীর হোসাইন পলাশ’র সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান রবিউল আলম সেলিম’র সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক বিপুল ভূষণ রায়, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আজমল হোসেন খান ও যুবলীগ নেতা মুন্না।

এছাড়া উপস্থিত ছিলেন ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জু কুমার দাশ, বানিয়াচং উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজল চ্যাটার্জী, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, বানিয়াচং উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান ও ফয়সল মিয়া, দৈনিক আমার হবিগঞ্জের উপসম্পাদক ও দৈনিক সমকালের বানিয়াচং উপজেলা প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক সাংবাদিক রিতেষ কুমার বৈষ্ণব, দ্যা ডেইলি কান্ট্রি টুডে’র বানিয়াচং উপজেলা প্রতিনিধি প্রভাষক ইমতিয়াজ আহমেদ লিলু, দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার বানিয়াচং উপজেলা প্রতিনিধি আক্তার হোসাইন আল হাদী, মুক্তিযোদ্ধার সন্তান সীতেষ দাস, মিন্টু, সেলিম মিয়া, ফারুক মিয়া প্রমুখ। মানববন্ধন থেকে সুষ্ঠতদন্তের মাধ্যমে পারভেজ হত্যাকারীদের সনাক্ত করে ফাঁসি দেওয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ নিহত হন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD