1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

আজমিরীগঞ্জে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের লোকদের মধ্যে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ

বিশেষ প্রতিনিধি
  • শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে
ক্যাপশন : বিরোধ নিষ্পত্তির জন্য বৈঠকে উপস্থিত আশেপাশের ৩ উপজেলার শালিসান ব্যক্তিরা ।

তুচ্ছ বিষয় নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বর্তমান চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার ও সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের লোকদের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

সংঘর্ষ হবে এই খবর এলাকায় ছড়িয়ে পরলে নিরীহ গ্রামবাসী শুক্রবার (২৭অক্টোবর) সকাল থেকে তাদের বসত ঘরের সকল আসবাবপত্র এমনকি গরু ছাগল অন্যত্র সরিয়ে নিয়েছেন। সংঘর্ষের ভয়ে প্রায় পুরুষশুন্য হয়ে পড়েছে গ্রাম।

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে গ্রামজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিষয়টি সুন্দর সমাধানের স্বার্থে আগামী সোমবার উভয়পক্ষের লোকদের নিয়ে শালিস বৈঠক হবে।

সুত্র জানায়, কয়েকদিন পূর্বে তুচ্ছ বিষয় নিয়ে সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের পক্ষের দুলু মেম্বারকে গালিগালাজ করে বর্তমান চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের লোকেরা। বিষয়টা দুলু মেম্বারের কানে গেলে পরের দিন সে বাজারে এসে চিৎকার করে গালিগালাজ করতে থাকে তাদের।

পরবর্তীতে বিচার শালিস থেকে ফেরার পথে দুলু মেম্বারকে পিটিয়ে গুরুতর জখম করে নলি তালুকদারের লোকেরা। এসময় ৩টি মোটরসাইকেল ভেঙ্গে গুড়িয়ে দেয় তারা। উত্তেজিত লোকেরা পশ্চিমভাগ বাজারে আলী আমজাদ তালুকদারের একটি দোকানে হামলা করে দোকানের স্টার্টার কুপিয়ে বিনষ্ট করে।

এ নিয়ে উভয়পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা ও শিবপাশা ফাঁড়ির একদল পুলিশ এসে আপাতত সংঘর্ষ যাতে না হয় মিমাংসার স্বার্থে বিষয়টা তাৎক্ষনিক নিরসন করে দেন। এদিকে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে এই খবরে দুই পক্ষের লোকেরা তাদের বাড়ি-ঘর থেকে নানা আসবাবপত্র,গরু-ছাগল ট্রাক দিয়ে সরিয়ে অন্যত্র সরিয়ে নিয়েছেন।

সরেজমিনে শুক্রবার (২৭অক্টোবর) পশ্চিমভাগ গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের মানুষ ভয়ে আতঙ্কিত। উভয় দলের লোকেরা তাদের নিজনিজ জায়গায় অবস্থান নিয়ে সংঘর্ষ জড়াতে প্রস্তুতি নিচ্ছেন। গ্রামের পয়েন্টে পয়েন্টে সতর্কাবস্থানে রয়েছে পুলিশ। অপরিচিত কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ সদস্যরা।

এদিকে সংঘর্ষ যাতে না হয় সুষ্টু সমাধানের জন্য বানিয়াচং, শিবপাশা, আজমিরীগঞ্জ, জলসুখা থেকে একদল শালিসান ব্যক্তিরা বিকেলে সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদারের বাড়িতে যান। সেখানে দীর্ঘ আলোচনার পর তার লোকেরা বিচার/শালিস মানবে বলে উপস্থিত শালিসানদের জানিয়ে দেন। পরে শালিসানরা নলিউর রহমান তালুকদারের বাড়িতে এসে তাদের সাথে কথা বলে উভয়পক্ষকে নিয়ে আগামী সোমবার পশ্চিমভাগ উচ্চ বিদ্যালয়ে শালিস বৈঠকের দিন নির্ধারণ করা হয়।

এর মধ্যে উভয়পক্ষের কেউ যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেজন্য শালিসানদের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়।

বিস্তারিত জানতে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ দৈনিক আমার হবিগঞ্জকে জানান, বিরোধ নিষ্পত্তির বিষয়ে আশেপাশের ৩ থানার শালিস ব্যক্তিরা উভয়পক্ষের সাথে কথা বলে আগামী সোমবার বৈঠক আহবান করেছেন। আশা করি সুন্দর সমাধান হবে। তবে ধারাবাহিক হিসেবে পুলিশের টহল চলমান রয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD