1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

বিশ্বকাপ ক্রিকেট এনালাইসিস ২০২৩ : ম্যাচ নং-২৪ শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড

সৈয়দ সুহেল রানা
  • শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভারতের বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন ইংলিশদের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেয়েছে শ্রীলঙ্কা। চ্যাম্পিয়নদের বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত।

৫ ম্যাচে চার হারে বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থা চরম সূচনীয়। একটি মাত্র ম্যাচ জিতেছে টুর্নামেন্টের আরেক তলানীর দল বাংলাদেশের বিপক্ষে। টুর্নামেন্টে এখনও চারটি ম্যাচ খেলার সুযোগ থাকলেও জস বাটলারের দলের বাদ পড়াটা একপ্রকার নিশ্চিতই!

প্রথমে ব্যাট করে ৩৩.২ ওভারেই মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ওপেনিং জুটিতে ৬.২ ওভারে ৪৫ রান উঠলেও মালান ব্যক্তিগত ২৮ ও বায়োস্টো ৩০ রান করে ফিরলে নিয়মিত বিরতিতেতে উইকেট হারিয়ে ধুকতে থাকে ইংল্যান্ড! বিশ্বকাপের পূর্বে অবসর ভেঙ্গে দলে ফেরা বেন স্টোক এক প্রান্ত আগলে ৭৩ বলে ৪৩ রানের ইনিংস খেললেও বাকিদের ব্যর্থতায় প্রায় ১৬ ওভারের উপরে খেলা বাকি থাকতেই ১৫৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

শ্রীলঙ্কার পক্ষে কুমারা ৩টি উইকেট পায় ৩৫ রানে। অনেকটা অপ্রত্যাশিত ভাবে দলে সুযোগ পেয়ে প্রায় ৩ বছর পর বোলিং করা অভিজ্ঞ মেথুস ৫ ওভার বল করে ১৪ রানে ইনফর্ম মালান ও মঈনের উইকেট দুটি পায়। এছাড়া রাজিথা পায় ২ উইকেট।

ব্যাটিং বান্ধব উইকেটে মাত্র ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ২৩ রানে দুই উইকেট হারালেও ২৫.৪ ওভারের ভেতরেই ৮ উইকেটের বড় জয় পায় শ্রীলঙ্কা। দলের পক্ষে ইনফর্ম তরুণ ওপোনার নিশাকা ৭৭(৮৩) ও সামারাবিক্রমা ৬৫(৫৪) রান করে। ইংলিশদের পক্ষে একমাত্র সফল বোলার ডেভিড উইলি।৩০ রানের বিনিময়ে উইলি ২টি উইকেট পায়।

বেন স্টোক,বাটলার ও লিভিংস্টোন তিন ফ্রন্ট লাইন ব্যাটারের উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় লাহিরু কুমারা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD