বানিয়াচং প্রিমিয়ার লীগ (বিপিএল) এর চতুর্থ ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে বিবি স্কোয়াড। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শরীফখানী পশ্চিম ঈদগাহ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টসে হেরে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় ফ্রেন্ডস ক্লাব। রাজুর ৯ বলে ২৪ ইনিংসটি থামার পর তাদের দলও পথ হারায়।একে একে সাজঘরে ফেরে সায়েম,রিপন,রহমত,খাইরুল,এনামুল।
তান্না ও শহীদ শুরুতে রান দিলেও পরবর্তীতে দ্রুতই ফ্রেন্ডস ক্লাবের টপ অর্ডার দুমড়ে মুচড়ে দেয়। ফ্রেন্ডস ক্লাবের পক্ষে একাই লড়াই করে অভিজ্ঞ ব্যাটার মারুফ।
শেষ পর্যন্ত সকলের আসা যাওয়ার মিছিলে তান্নার বলে পারভেজকে ক্যাচ দিয়ে ২১ রানে ফেরে মারুফও।মাত্র ১১ ওভার চলা অবস্থায় ই ৭২ রানে গুটিয়ে যায় ফ্রেন্ডস ক্লাব। বিবি স্কোয়াডের পক্ষে তান্না ৪টি এবং কামাল ও শহীদ ৩টি করে উইকেট পায়।
মাত্র ৭৩ রানের টার্গেটে টপ অর্ডারদের ব্যর্থতায় হারতে বসেছিলো বি.বি। ফারহানের অপরাজিত ২০* এবং ইবাদের ২০ রানে ভর করে শেষ পর্যন্ত পরাজয়ের সঙ্কা কাটিয়ে ৪ উইকেটের জয় পায় ক্যাপ্টেন কুল লিটনের দল।
রাকিব,রিপন ও সৈকত সকলেই ২টি করে উইকেট পায়।
জয়ী দলের তান্না ৪ উইকেট ও ১০ রানের কার্যকর ইনিংসসহ অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহমুদুল মোহন ও সাজাদুল হাসান। স্কোরার হিসেবে ছিলেন শামিম খান।ম্যাচ রেফারি ছিলেন নিশাদ সর্দার।
Designed by: Sylhet Host BD
Leave a Reply