1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

বানিয়াচং প্রিমিয়ার লীগ : ইয়াং জেনারেশনকে ১০ রানে হারিয়ে জয় পেয়েছে ভাটিপাড়া

নিশাদ সর্দার
  • বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

বানিয়াচং প্রিমিয়ার লীগ (বিপিএল) এর পঞ্চম ম্যাচে শরীফখানী ইয়াং জেনারেশনকে ১০ রানে হারিয়ে জয় পেয়েছে ১০ নং সুবিদপুর ইউনিয়ন থেকে আগত দল ভাটিপাড়া স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) শরীফখানী পশ্চিম ঈদগাহ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

টসে জিতে ব্যাট করে নির্ধারিত ১৪ ওভারে ১৬৮ রানের বড় টার্গেট দাঁড় করায় ভাটিপাড়া। ইয়াং জেনারেশনের ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া ও বাজে ফিল্ডিংয়ে অতিথি দল রানের পাহাড় গড়ে। ম্যাচে অন্তত সহজ ৫টি ক্যাচ ছেড়েছে ইয়াং জেনারেশন দলের ফিল্ডাররা। দলের বোলিংয়েও পরিকল্পনার যথেষ্ট অভাব ছিলো।

ভাটিপাড়ার ওপেনিং ব্যাটার রুমেল অপরাজিত ৯১* রানের অসাধারণ ইনিংস খেলে। এছাড়াও আরেক ওপেনার জুয়েল ২৩ রান ও ওয়ান ডাউনে নামা রবিউল করে ২২ রান। মুক্তাদির ৩ উইকেট পায়। ডালিম ২ উইকেট পেলেও ছিলো অত্যন্ত খরুচে।

১৬৯ রানের জবাবে দুই ওপেনার ভালো শুরু করলেও রান রেটের চাপে পড়ে শেষ পর্যন্ত ১০ রানে হার মানে ইয়াং জেনারেশন শরীফখানী। শরীফখানির তরুন দলটির পক্ষে জুবায়ের ও সুয়েব সমান ৩৮ রান করে। এছাড়াও স্বপন ৩টি বিশাল ছয়ের সহায়তায় ১৮* রানে অপরাজিত থাকে। জয়ী দলের রুমেন ২টি উইকেট লাভ করে।

৯১ রানের অপরাজিত ইনিংসের সুবাদে জয়ী দলের রুমেল ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সৈয়দ সুহেল রানা ও ফাহিম আহমেদ। ম্যাচ রেফারি ছিলেন মুশফিকুর রহমান বাবলু। স্কোরার হিসেবে ছিলেন গোলাম নাফিস নাবিল।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD