বুধবার (২৫ অক্টোবর) শরীফখানী পশ্চিম ঈদগাহ মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ফেভারিট রিতা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৫২ রানের বড় জয় পেয়েছে স্কাই স্কোয়াড।
টসে হেরে ব্যাট করতে নেমে ২ ওভারে ২৯ রান করলেও ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্কাই। তবে রাহাদ রহমানের অপরাজিত ৬৭* রানে ভর করে নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেটে ১৬৩ রানের বড় স্কোর গড়ে স্কাই স্কোয়াড।রাফি ১৩, রাতুল ১৪ রান ও সৈকত ১৫ রান করে।
রিতার পক্ষে শাকিল ও সাব্বির ২টি করে উইকেট পায়। ১৬৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৫ রানে ৭ উইকেট হারিয়ে প্রচন্ড চাপে পড়ে রিতা।
এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি শামিমের দল।দলীয় অধিনায়ক শামিম, অভিজ্ঞ বাবু সহ টপ অর্ডারের ব্যর্থতায় বড় হার দেখে রিতা স্পোর্টিং ক্লাব।
শেষ দিকে সাব্বিরের ১৩ বলে ৩৭ ও সোহানের ৬ বলে ১৯ শুধুমাত্র হারের ব্যবধান ই কমায়। অপু ২৪ রান করে।
বিজয়ী দলের ইয়ামিন ৩টি এবং ফাহিম,টুটুল ও নাঈম ২টি করে উইকেট পায়।
৬৭ রানের অসাধারণ ইনিংসের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় স্কাই স্কোয়াডের অধিনায়ক রাহাদ রহমান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply