সংগঠক মানে সংগঠনের নেতা। আর নেতা মানে অনেক মানুষের সমর্থন পাওয়া। স্থান-কাল পাত্রভেদে যেকোনো মানুষের মন জয় করা ভীষণ কঠিন কাজ। নেতা মানে মানুষদের প্রিয়পাত্র। দিকনির্দেশনা দেওয়ার পাত্র। একজন সাধারণ মানুষের ব্যক্তিত্ব যখন অগণিত মানুষকে মুগ্ধ করে, সেই মানুষটি অন্যদের কাছে আদর্শ হয়ে উঠেন, সেই মানুষটি তখনই স্থান পান সবার মনে।
তেমনি সাধারণ তথা সর্বক্ষেত্রে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান নিজ গুণে হয়ে উঠেছেন প্রিয় থেকে প্রিয়তর। তার নিজ কর্মগুণে হয়ে উঠেছেন একজন সফল সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব।
একজন নেতার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিদ্যমান। এসব কিছুই আছে তার মধ্যে। নেতৃত্ব দেওয়ার মতো মনোবল ও চিন্তাশক্তি থাকাটা ভীষণ জরুরি।
বিগত দিনে তাকে বৈরি পরিস্থিতিতে নেতৃত্ব দিতে দেখা গেছে। তার নেতৃত্বের বলিষ্ঠ গুণে একজন সাধারণ মানুষ থেকেই হয়ে উঠেছে অসাধারণ শাহিবুর। তার একক প্রচেষ্টায় বানিয়াচংয়ে ফুটবল টুর্নামেন্ট বর্তমানে চলমান রয়েছে।
রাজনীতিতে শাহিবুর রহমান বিগত ২০০৪-২০১৪ পর্যন্ত বানিয়াচং উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩-২০০৪ সালে তিনি সাবেক সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। তার পূর্বে ১৯৯৭-২০০৩ সাল পর্যন্ত বানিয়াচং উপজেলা যুবলীগের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৫-১৯৯৭ সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগ বানিয়াচং শাখার সক্রিয় কর্মী হিসেবে কাজ করেন। শাহিবুর রহমান ১৯৮২ সালের জুন মাসের ৯ তারিখ ১নং ইউনিয়নের অন্তর্গত পূর্ব তোপখানা মহল্লায় জন্মগ্রহন করেন। তার বাবার নাম-আ: রহমান । মায়ের নাম-রোকেয়া বেগম। শাহিবুর রহমান একজন ১ম শ্রেণীর ঠিকাদার-সরবরাহকারী ও মেসার্স শাহী ট্রেডার্সের সত্ত্বাধিকারী।
শাহিবুর রহমান সামাজিক নানা সংগঠনের সাথে জড়িত। তিনি সভাপতি হিসেবে আমরা ক’জন সামাজিক সংগঠন, বানিয়াচং ভোক্তা অধিকার পরিষদ,টাউন ক্লাব ফুটবল একাডেমি ও সুর্য্যসেনা ক্রীড়া চক্র’র দায়িত্বে আছেন।
উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক (২০০৮-চলমান), সাবেক সাধারণ সম্পাদক আমরা ক’জন (২০০২-২০০৯), সাবেক সদস্য উপজেলা ক্রীড়া সংস্থা (২০০৮-২০১৬), টাউন ক্লাব ফুটবল একাডেমির সাবেক টিম ম্যানেজার (২০০৮-২০১৬) ও সুর্য্যসেনা ক্রীড়া চক্র’র (২০০৮/২০১৫) সাবেক টিম ম্যানেজার ছিলেন।
রাজনীতিতে শাহিবুর রহমান সরকারী তথা দলীয় প্রত্যেকটি প্রোগ্রামে যুক্ত থাকেন। সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে বলেই তাকে উপজেলা যুবলীগের আহবায়ক হিসেবে দেখতে চায় নেতাকর্মীরা। প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি থেকেছেন সামনের সারিতে। দিয়েছেন সফল নেতৃত্ব।
জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু মুজিব সৈনিক একজন শাহিবুর রহমান। প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার গা ভাসাননি তিনি। তৃণমুল নেতাকর্মীদের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন নিজের মতো করে।
শাহিবুর রহমান ছাত্র জীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধুর রাজনীতিকে বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তিনি রাজনীতি শুরু করেন। তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ। তার পরিবারের সকল সদস্য প্রত্যক্ষ-পরোক্ষভাবে আওয়ামী রাজনীতির সাথে জড়িত।
শাহিবুর রহমান বিগত ২০০০ সালে বিএনপির জোট সরকারের আমলে রাজনৈতিক হয়রানি শিকার হন তিনি। দেয়া হয় মিথ্যা মামলাও । বিগত ২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে জোট সরকারের জঙ্গী বাহিনী কর্তৃক আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে ঢাকাতে বিক্ষোভে অংশ নেয়ায় তার বিরুদ্ধে মামলা করে তৎকালীন জোট সরকার।
অপারেশন ক্লিনহার্টের সময় নানাভাবে হয়রানির শিকার হন। তিনি ৩ মাস ৫ দিন নিজেকে রক্ষা করতে বিভিন্ন জায়গায় আত্নগোপনে ছিলেন। পরবর্তীতে তাকে ধরতে যৌথ বাহিনী তার বাড়িতে হানা দেয়।
শাহিবুর বর্তমানে সততা-নিষ্টার ও সুনামের সাথে বানিয়াচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
যে কোন শ্রেণীর মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং অসহায় মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা সত্যিই বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মুগ্ধ করে।
লেখক
সিনিয়র সহসভাপতি
বানিয়াচং মডেল প্রেসক্লাব|
Designed by: Sylhet Host BD
Leave a Reply