মঙ্গলবার (২৪ অক্টোবর) শরীফখানীর পশ্চিম ঈদগাহ মাঠে ইস্ট ওয়ারিয়র্স ২৮ রানে হারিয়েছে আয়শা আবেদ ফাউন্ডেশনকে। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃষ্টি ভেজা স্লো ট্রেকে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আয়শা আবেদ। ইস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে টসের সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয় আয়শা আবেদ।
ওয়ারিয়র্সের দলীয় ১৮ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও মিশুর ১৬ বলে ৪৫, সাদেকের ১৩ বলে ১৭ এবং আনসারের ১২ বলে অপরাজিত ১৬* রানে ১৪৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ইস্ট ওয়ারিয়র্স।
অনিয়ন্ত্রিত বোলিংয়ে আয়শা আবেদ শুরুর চাপ ধরে রাখতে পারেনি।১৪ ওভারে ২০ রান অতিরিক্ত দিয়েছে আয়শা’র বোলাররা।আয়শা আবেদের পক্ষে তিতাশ ৩টি শাহিন ও তায়েফ ২টি উইকেট লাভ করে।
টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং এটাকের সামনে ১৪৭ রানের টার্গেটে ইনিংসের দ্বিতীয় ওভারেই তারকা বোলার আনসারের ১ম ওভারেই ১৭ রান আনে আয়শার ওপেনাররা।
তবে নিয়মিত বিরতিতে আয়শা’র উইকেট পড়লে ইস্ট ওয়ারিয়র্স ২৮ রানের জয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পায়। আয়শা আবেদের পক্ষে তিতাশ ব্যাটে বলে একা একা লড়াই করেছে।
নাঈম ১৩ বলে ২৫,তিতাশ ২৯ বলে ৫১ ও তায়েফ ৫ বলে ১৩ রান করে। ওয়ারিয়র্সের পক্ষে আনসার ৫টি ও সাদেক ৩টি উইকেট পায়। এছাড়া দিপু ও মারুফ একটি করে উইকেট পায়।
দিনের শুরুতে জুরাসিকের সাবেক অধিনায়ক ও আইডিএলসি ফাইন্যান্স হবিগঞ্জ শাখার সিনিয়র সেলস এক্সিকিউটিভ শহীদ আলী আখঞ্জি”র সঞ্চালনায় ও সাবেক জুরাসিকের অধিনায়ক ও উপজেলা সমাজসেবা কার্যালয় বানিয়াচংয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী সৈয়দ সুহেল রানা’র সভাপতিত্বে অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন শরীফখানী ক্রীড়া চক্রের সভাপতি ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছায়েব আলী।
তিনি উভয় দলের খেলোয়াড়দের খেলাধুলায় বিশেষ করে ক্রিকেটে ভদ্রভাবে আচরণ করার পরামর্শ দেন এবং সকলকে আম্পায়ারের ডিসিশন মেনে চলার পরামর্শ দেন। পাশাপাশি সকল দলকে টুর্নামেন্টে ভালোভাবে শৃঙ্খলা বজায় রেখে ভালো খেলা উপহার দেয়ার পরামর্শ প্রদান করেন।।
বানিয়াচং প্রিমিয়ার লীগের উদ্বোধনী খেলায় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও জুরাসিকের কৃতি খেলোয়াড় ইকবাল হুসেন নিপ্পন, জুরাসিকের সাবেক অধিনায়ক ও আইডিএলসি ফাইনান্স হবিগঞ্জ শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কাওছার আহমেদ সুহাগ,আইডিএলসি ফাইনান্স হবিগঞ্জ শাখার রিলেশনশিপ ম্যানেজার সৈয়দ মাসুদুর রহমান মাসুদ, টুর্নামেন্টের সদস্য সচিব জুরাসিকের অধিনায়ক মুশফিকুর রহমান বাবলু,প্রবাসী কাওছার আহমেদ,মাহমুদুল মোহন,শামিম খান,সুমন,মহসিন,রনি মিয়া,শাহজালাল বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি ছাত্র ও জুরাসিকের খেলোয়াড় সজিব আহমেদ,সৌদি প্রবাসী আহমেদ সুহাগ,শুভ্র,নিশাদ সর্দার, ডালিম, গোলাম নাফিস নাবিল, রামিম, ফাহিম,রবিন,মুক্তাদির ও হামিদুর সহ অনেকেই উপস্থিত ছিলো।
বোলিংয়ে ৫ উইকেট এবং ব্যাটিংয়ে ১৬ রানের কার্যকর ইনিংসের কল্যাণে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের আনসার মিয়া।
ম্যাচে আম্পায়ার এর দায়িত্ব পালন করেন প্রভাষক জাহির আলম শিপন ও সূর্য তরুণের অধিনায়ক ও শিক্ষক জুনায়েদ আহমেদ। ডিজিটাল স্কোরারের দায়িত্বে ছিলেন সাব্বির মিয়া।
বানিয়াচং প্রিমিয়ার লীগ (বিপিএল) মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বানিয়াচংয়ের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল “বানিয়াচং মিরর”।
Designed by: Sylhet Host BD
Leave a Reply