1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এনালাইসিস : ম্যাচ নং-১৭ ইন্ডিয়া বনাম বাংলাদেশ

সৈয়দ সুহেল রানা
  • শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে

বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ভারতের টানা চারে চার।ব্যাটিং-বোলিং সব বিভাগে সূচনীয় পরাজয় টাইগারদের।

বৃহস্পতিবার ১৯ (অক্টোবর) ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশকে ৮.৩ ওভার বাকি থাকতেই ৭ উইকেট উড়িয়ে দিয়েছে টীম ভারত।

টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় সাকিব বিহীন বাংলাদেশ। টানা তিন ম্যাচে ব্যর্থ তানজিদ তামিম এদিন খেলে সাবলীল এটাকিং ভঙ্গিতে এবং সফলও হয়। ১৪.৪ ওভারে দলীয় ৯৩ রানে কুলদীপের বলে ৫১(৪৩) রানের দুর্দান্ত ইনিংস খেলে তরুন এই হার্ড হিটার ব্যাটার।

তামিমের আউটের পর বেশিক্ষণ থাকতে পারেনি বিশ্বকাপে সাকিবের অবর্তমানে অধিনায়কত্ব পাওয়া শান্ত! দলীয় ১১০ রানের মাথায় ১৭ বলে মাত্র ৮ রান করে জাদেজার বলে এলবিডব্লু হয়ে ফেরে শান্ত।

এরপর ১৩৭ রানের ভেতরে একে একে ফিরে যায় মিরাজ ও লিটনও। সিরাজের বলে আউট হওয়ার পূর্বে মিরাজ মাত্র ৩ রান করলেও সাবেক অধিনায়ক লিটন সাবলীল ব্যাটিং করে ৬৬ রানের আউটস্ট্যান্ডিং ইনিংস খেলে জাদেজার বলে গিলকে ক্যাচ দিয়ে ফেরে।

বিশ্বকাপে নিজেকে হারিয়ে খুঁজা হ্নদয় যেন তার ন্যাচারাল ক্রিকেট খেলাটাই ভুলে গেছে! বিশ্বকাপে টানা ব্যর্থ হ্নদয় এদিন ৩৫ বল খেলে কোন বাউন্ডারি ছাড়া মাত্র ১৬ রান করে ফেরে। এতে তার প্রতি দলের যে প্রত্যাশা ছিলো এর ২০% ও দিতে পারেনি হ্নদয়!শেষ পর্যন্ত মুশফিকের ৪৬ বলে ৩৮ ও বাংলাদেশ ক্রিকেটে বাতিলের তালিকায় ফেলে দেয়া মাহমুদউল্লাহ’র ৩৬ বলে ৪৬ রান বাংলাদেশকে ২৫০ এর উপরে নিয়ে যায়। পুরো ৫০ ওভার ব্যাট করে বাংলাদেশ পায় ২৫৬/৮(৫০ওভার) এ।

পুনের ছোট গ্রাউন্ডে ভারতীয় বিখ্যাত ব্যাটিং লাইনআপের সামনে ব্যাটিং বান্ধব এই উইকেটে ২৫৭ রানের টার্গেট যে কোন বাঁধাই হবে না সেটি শুরুতেই বাংলাদেশের বোলারদের উপর দিয়ে ভারতের দুই ওপেনারের তান্ডব দেখেই অনুমান করা গেছে!

ভারতীয় ওপেনিং জুটি মাত্র ১২.৪ ওভারেই স্কোর বোর্ডে তুলে ফেলে ৮৮ রান। ৮৮ রানের মাথায় ভারতীয় অধিনায়ককে ফেরায় হাসান। দলীয় ১৩২ রানের মাথায় ৫৩ রান করে মিরাজের বলে ফেরে গিল। ১৭৮ রানে মিরাজের দ্বিতীয় শিকার হয়ে ১৯ রান করে ফেরে আইয়ার।

এই তিনটি উইকেট নেয়া ও মিরাজের দশ ওভারে ৪৭ রানে দুই উইকেট নেয়া ছাড়া বাংলাদেশ আজ ব্যাটে বলে সব ডিপার্টমেন্টে ভারতের বিপক্ষে উড়ে গেছে! কোহলি আরও একটি অসাধারণ শতক১০৩*) তুলে নিয়ে ভারতকে সহজ জয় উপহার দেয়। কোহলির সাথে রাহুলও অপরাজিত থাকে ৩৪ রানে।মিরাজ ছাড়া এদিন বাংলাদেশের সব বোলারই প্রায় ব্যর্থ হয়।

মাস্টার ক্লাস ব্যাটিংয়ে ১০৩* রানের অপরাজিত ইনিংসের জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ভিরাট কোহলি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD