ফেভারিট দক্ষিণ-আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে চমকে দিয়েছে নেদারল্যান্ডস। ২০২২ টি২০ বিশ্বকাপের পর ওডিআই বিশ্বকাপেও আফ্রিকাকে হারালো নেদারল্যান্ডস।
মঙ্গলবার (১৭ই অক্টোবর) ভারতের ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের জয়ে বিশ্বকাপে তিনদিনের মাথায় দ্বিতীয় অঘটন ঘটালো নেদারল্যান্ডস। প্রথমটি ইংল্যান্ডের বিপক্ষে ঘটিয়েছিলো আফগানরা।
টসে হেরে ব্যাট করতে নেমে রাবাদা-ইয়ানসেন দের বোলিং তোপে পড়ে নেদারল্যান্ডস। ১৬ ওভারের মধ্যেই দলীয় ৫০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে নেদারল্যান্ডস!
৫ম উইকেটে এংগেলব্রেখ্ট ও নিদামানুটলরু জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও দলীয় ৮২ রানে এংগেলব্রেখ্ট এবং ১১২ রানের মাথায় নিদামানুটলরু ফিরে গেলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে নেদারল্যান্ডস।
সেখান থেকে দলকে টানতে থাকে অধিনায়ক এডওয়ার্ডস। একপ্রান্ত থেকে উইকেট পড়তে থাকলেও ৬৯ বলে ৭৮* রানের চমৎকার ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে ৪৩ ওভারে ২৪৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি এনে দেয় এডওয়ার্ডস।
শেষদিকে মারউই ১৯ বলে ২৯ এবং আরিয়ান দত্ত ৯ বলে ২৩* রান করে অপরাজিত থাকে। আফ্রিকার পক্ষে এনগিদি,ইয়ানসেন ও রাবাদা ২টি করে উইকেট পায়। এছাড়াও কোয়েটজা ও মাহারাজ ১টি করে উইকেট পায়।
২৪৬ রানের লক্ষ্য তাড়ায় সাবধানী শুরু করে ডি’কক-বাভুমারা। দলীয় ৩৬ রানে মাত্র ২০ রান করে অ্যাকারম্যানের বলে আউট হয়ে ফেরে ডেঞ্জারমযান ডি’কক।
৩৯ রানের মাথায় দলীয় অধিনায়ক বাভুমাকে সরাসরি বোল্ড করে আফ্রিকাকে আরও চেপে ধরে এডওয়ার্ডস এর দল! দলীয় ৪৪ রানের ভিতরেই ১ম সারির ৪টি উইকেট হারিয়ে মারাত্মক চাপে পড়ে যায় বড় আসরে চাপ নিতে না পাড়ার দল আফ্রিকা! মাকারাম ও ডুসেনের আউট বেক ফুটে ঠেলে দেয় জেক ক্যালিসদের উত্তরসূরীদের সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
মিলার ও ক্লাসেন জুটি কিছুটা ভরসা দিলেও ৮৯ রানে ক্লাসেন(২৮) ও ১৪৫ রানের মাথায় মিলার(৪৩) আউট হলে জয়টা নেদারল্যান্ডস এর জন্য সময়ের ব্যাপার মনে হয়! শেষদিকে মহারাজ ৪০ কিছুটা প্রতিরোধ গড়লেও পরাজয় ঠেকাতে পারেনি। ভেন বীক ৩টি,মারউই,মিকারেন ও ডি’লীডি ২টি করে উইকেট পায়। এছাড়াও অ্যাকারম্যান ১টি উইকেট পায়।
৭৮ রানের অসাধারণ ইনিংস খেলার জন্য ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নেদারল্যান্ডস দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
Designed by: Sylhet Host BD
Leave a Reply