কৃতিত্বের সাথে বার অ্যাট ল’ সম্পন্ন করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাড. মোঃ আব্দুল মজিদ খান এমপি’র একমাত্র পুত্র মোঃ আরিফ ফয়সল খান বাঁধন।
বাঁধন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে তিনি এই ডিগ্রী অর্জন করেছেন। গত সোমবার (১৬অক্টোবর) তাঁর বার অ্যাট ল’ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
একমাত্র পুত্র সন্তানের জন্য দেশবাসী সকলের নিকট দোয়া চেয়েছেন এমপি আব্দুল মজিদ খান তাঁর সহধর্মিনী অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা আফরোজা আক্তার। বিনয়ী স্বভাবসুলভ আরিফ ফয়সল খান বাঁধন এর শিক্ষাজীবন শুরু হয় তাঁর জন্মস্থান হবিগঞ্জ থেকে।
তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তারা, পাশাাশি আশা করছেন ভবিষ্যতে খ্যাতিমান ব্যারিস্টার হয়ে পিতা মাতা ও বংশের মুখ উজ্জ্বল করবে এবং দেশের সেবায় নিয়োজিত হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply