ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলো শ্রীলঙ্কা। বিশ্বকাপে অজিরা পেলো ১ম জয়।
সোমবার (১৬ই অক্টোবর) ভারতের লখনৌতে ভারতরত্ন শ্রী অটল বিহারি বাসপেই স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেলো অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার দেয়া ২১০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেছে অজিরা। দলের পক্ষে ফিফটি করেছে মার্শ ও জস ইংলিশ।
প্রথমে ব্যাট করে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। তবে দলীয় ১২৫ রানে ১ম উইকেট পড়তেই শ্রীলঙ্কাও পথ হারানো শুরু করে!নিশাকা কামিন্সের বলে পুল শর্ট করে ৬১ রানে ফিরলে কনফিডেন্স পায় অজিরা।
এর পর নিয়মিত বিরতীতে উইকেট হারিয়ে ২০৯ রানে অলআউট হয় লঙ্কান রা। দলের পক্ষে দুই ওপেনার নিশাকা (৬১), পেরেইরা( ৭৮) ছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি! ফর্মের তুঙ্গে থাকা ব্যাটার মেন্ডিসও ফেরে মাত্র ৯ রান করে। জাম্পা ৪টি উইকেট পায়। এছাড়াও দলীয় অধিনায়ক কামিন্স ও স্টার্ক ২টি করে উইকেট লাভ করে।
২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৪ রানের ভিতরেই দুই ইনফর্ম ব্যাটার ওয়ার্নার ও স্মিথকে হারায় অজিরা।ওয়ার্নার ১১ ও স্মিথ ০ রান করে ফেরে মাদুসাঙ্কার বলে।
দলীয় ৮১ রানে দুর্ভাগ্যজনক রান আউট হয়ে ফেরে মিচেল মার্শ। বিশ্বকাপে ১ম বারের মতো হাসে মার্শের ব্যাট।আউট হওয়ার পূর্বে ৫১ বলে ৯টি চারের সাহায্যে ৫২ রানের চমৎকার ইনিংস খেলে দলকে বিপদ মুক্ত করে যায় মার্শ।
মার্শের আউটের পর আর চাপে করেনি অজিরা!এতে ৩৫.২ ওভারেই ৫ উইকেটের সহজ জয় পায় সাবেক ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংলিশ ৫৮,লাবুসেন ৪০ রান করে।এছাড়াও এছাড়াও ম্যাক্সওয়েল ৩১* ও স্টোনিস ২০* রান করে অপরাজিত থাকে।
শ্রীলঙ্কার পক্ষে মাদুসাঙ্কা ৩টি ও ওয়ালেঙ্গে ১টি উইকেট পায়। চমৎকার বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় এডাম জাম্পা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply