1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এনালাইসিস : ম্যাচ নং-১৩ ইংল্যান্ড বনাম আফগানিস্তান

সৈয়দ সুহেল রানা
  • সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের ১ম অঘটনের শিকার হলো ইংল্যান্ড! আফগানিস্তানের সাথে ৬৯ রানের বড় ব্যবধানে হেরেছে ইংলিশরা।

রোববার (১৫ই অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিলো আফগানরা।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান।বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক ওপেনিং জুটিও আফগানদের। দলীয় ১১৪ রানে যখন ইব্রাহিম জাদরান আদিল রশিদের বলে ২৮ রান করে আউট হয়ে ফেরে তখন শক্ত ভিত পায় রশীদরা। তবে এর পরেই ছন্দ পতন হয় আফগানিস্তানের।

দলীয় ১২২ রানের মাথায় আদিল রশিদের বলে মাত্র ৩ রান করে বাটলারের স্টাম্পিং হয়ে ফেরার পরের বলেই দুর্ভাগ্যজনক রান আউটে ফিরে যায় আফগান বিধ্বংসী ওপেনার গুরবাজ।গুরবাজ মাত্র ৫৭ বলে ৮টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৮০ রান করেন।

এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে আফগানদের রান ১৯০ রান হতেই ৭ উইকেট পড়ে যায়।এর পর দলকে টেনে তুলার দায়িত্ব নেয় অফ ফর্মের কারনে দল থেকে বাদ পড়া জাদরানের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া ইকরাম আলীখিল।

ইকরামের ৫৮ রানের পাশাপাশি ২২ বলে ২৩ এবং মুজিবের ১৬ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ভর করে ২৮৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানিস্তান। আদিল রশিদ ৩টি ও মার্কউড ২টি উইকেট পায়।জো-রুট ও টপলি ১টি উইকেট লাভ করে।

২৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৩ রানের মাথায় ইনফর্ম জনি বায়োস্টোর উইকেট হারায় ইংলিশরা।ফারুকীর বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে আউট হয় জনি।

দলীয় ৩২ রানে মুজিবের বলে রুট ফিরে গেলে চাপে পড়ে যায় বাটলার বাহিনী। সেখান থেকে ৩৫ রানে ছোট জুটি গড়ে দলকে যখন প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ভালো অবস্থানে নিতে চেষ্টা করে মালান-ব্রুক জুটি তখনই ছন্দ পতন হয় বর্তমান চ্যাম্পিয়নদের!

দলীয় ৬৮ রানে নবীর বলে আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শতকের অধিকারী মালান (৩২) ও দলীয় ৯১ রানে নাবিন_উল হকের বলে দলীয় অধিনায়ক জস বাটলার ফিরে গেলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড! সেই চাপ আর কারিয়ে উঠতে পারেনি বাটলারের দল।

একদিকে হ্যারিব্রুক সাবলীল ব্যাটিং চালিয়ে গেলেও অপর প্রান্তে ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যুক্ত থাকে!আফগান বোলারদের তান্ডবে ৪০.৩ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।ব্রুক ৬১ বলে ৬৬ রান করে। শেষের দিকে আদিল রশিদ ২০ ও উড ১৮ রান করে শুধু জয়ের ব্যবধানই কমিয়েছে। এতে করে ৬৯ রানের পরাজয়ে সেমির পথ আরও কঠিন হলো ইংল্যান্ডের!

আফগানিস্তানের দারুণ ঐতিহাসিক এই জয়ে দলীয় দুই ফ্রন্ট লাইন স্পিনার ৩টি উইকেট লাভ করে। এছাড়াও নবী ২টি,ফারুকী ও নাভিন ১টি করে উইকেট পায়।

গুরুত্বপূর্ণ ২৮ রানের পাশাপাশি রুট ও হ্যারিব্রুক এর পাশাপাশি ওকস এর উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদানের পুরস্কার স্বরুপ ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মুজিব।

দু’টি করে হার ও একটি করে জয় নিয়ে ৫ ও ৬ নাম্বারে অবস্থান করছে ইংল্যান্ড ও আফগানিস্তান। সমান জয়-পরাজয় হলেও রান রেটে আফগানদের চেয়ে খানিক পিছিয়ে ৭ এ অবস্থান করছে বাংলাদেশ।

আজ (সোমবার) বাংলাদেশ সময় বিকাল ২.৩০ ঘটিকায় বিশ্বকাপের ১৪ তম ম্যাচে সাবেক পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD