পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারত! পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ভারতের ফলাফল ৮-০।
শনিবার (১৪ই অক্টোবর) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একপেশে জয় পেয়েছে ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় পাকিস্তান। কিন্তু দলীয় ৪১ রানে সিরাজের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে ২০ রান করে ফেরে আগের ম্যাচের শতক করা শফিক। ১৩তম ওভারে হার্তিকের স্লোয়ার বুঝতে না পেরে উইকেট কিপার রাহুলের হাতে সহজ ক্যাচ দিয়ে ৩৬ রান করে ফেরে ঈমাম।
দুই উইকেট পড়ার পর তৃতীয় উইকেটে অসাধারণ জুটি গড়ে পাকিস্তান দলের দুই সেরা ব্যাটার বাবর ও রিজওয়ান।দুই উইকেটে দলীয় ১৫৫ রান নিয়ে যখন পাকিস্তান বড় রানের স্বপ্নে বিভোর ঠিক তখনই ৫৮ বলে ৫০ রান করে সিরাজের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরে অধিনায়ক বাবর আজম।
বাবরের আউটের পরই পাকিস্থানের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে! নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৩২০০০ দর্শকের গর্জনে পাকিস্তান আরও বেশি নার্ভাস হয়ে পড়ে।
প্রথমবারের মতো বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে দুই দলের লড়াইয়ে মাঠে ছিলো না কোন পাকিস্তানি সাপোর্টার। এটি আইসিসির আইনে পরিস্কার লঙ্ঘন হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এক্ষেত্রে আইসিসি অসহায়।
১৫৫ রানে ৩ উইকেট থেকে অবিশ্বাস্য ভাবে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। রিজওয়ানের ৪৯ ছাড়া আর কেউই ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতে পারে নি।
শেষদিকে হাসান আলী ১২ রান করে।এছাড়া আর কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারে নি। পাকিস্তান শেষ ৭ উইকেট হারায় মাত্র ৩৬ রানে। ভারতের পক্ষে ভোমরা,সিরাজ,হার্তিক,জাদেজা ও কুলদিব প্রত্যেকে ২টি করে উইকেট লাভ করে।
ব্যাটিং উইকেটে মাত্র ১৯০ রানের মামলি স্কোর তাড়ায় শুরুতে শাহিন আফ্রিদির বলে আক্রমনাত্মক ব্যাটিং করতে গিয়ে ১৬ রান করে ফেরে ইঞ্জুরি থেকে ফেরা তারকা ওপেনার গিল।
১৬ রানের সবগুলোই এসেছে বাউন্ডারি থেকে। আগের ম্যাচের মতোই বিধ্বংসী ব্যাটিং অব্যাহত রাখে রোহিত।২য় উইকেট জুটিতে ৫৬ রান তুলে ৭৯ রানের মাথায় কোহলি ফেরে হাসান আলীর বলে।
নাওয়াজকে ক্যাচ দিয়ে ফেরার সময় কোহলি করে ৩টি চারের সাহায্যে ১৬ রান।এর পর থেকেই পাকিস্তানের হতাশা বাড়তে থাকে!
তৃতীয় উইকেট জুটিতে রোহিত-আইয়ার ভারতের স্কোর বোর্ডে দ্রুততার সহিত ৭৫ রান যুক্ত করে। দলীয় ১৫৬ রানের মাথায় ভারতীয় অধিনায়ক হিটম্যান ৬৩ বলে ৮৬ রান করে শাহিনের দ্বিতীয় শিকার হয়ে ফেরে। ফেরার আগে সমান ছয়টি করে ৬ ও ৪ এর মার মারে ভারতীয় এই বিধ্বংসী ওপেনার।
রাহুলকে সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারে আইয়ার। এতে করে ভারত ১১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে বড় জয় পায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।
পাকিস্তান পায় বিশ্বকাপে ভারতের বিপক্ষে আরও একটি লজ্জাজনক পরাজয়। আইয়ার ৫৩* ও রাহুল ১৯* রানে অপরাজিত থাকে। পাকিস্তানের হতাশার ম্যাচে আফ্রিদি ২টি ও হাসান আলী ১টি উইকেট লাভ করে।
৭ ওভার বোলিং করে মাত্র ১৯ রানের বিনিময়ে রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট সহ দুটি উইকেট পেয়ে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জাসপিত ভোমরা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply