আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও মেম্বার আলাউদ্দিন মিয়া পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে।
গুরুতর আহত আজমিরীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম হিমনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আহতরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (১৪ অক্টোবর) সকালের দিকে জলসুখা বাজার সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা যায়, জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও ৪নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এনিয়ে শনিবার জলসুখা বাজারে চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও মেম্বার আলাউদ্দিন মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। কথা কাটাকাটির জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তা আহন হন। এছাড়া মারমুখি দু’পক্ষের অন্তত ১০জন আহত হয়।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ গণমাধ্যমকে বলেন, একই এলাকার চেয়ারম্যান এবং মেম্বারের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এতে ৭/৮জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের একজন পুলিশ সদস্য আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কোন পক্ষ এখনো অভিযোগ নিয়ে আসেনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply