সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
আনোয়ারুজ্জামান রোববার (২৮মে) সকালে মেয়রের কুমারপাড়ার বাসভবনে হঠাৎ হাজির হলে তাকে স্বাগত জানান আরিফুল হক ও তার স্ত্রী শ্যামা হক।
এ সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আরিফুল হকের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চান আনোয়ারুজ্জামান চৌধুরী। আরিফুল হক তাকে সহযোগিতার আশ্বাস দেন।
এবার সিলেট নির্বাচনে অংশ নিচ্ছেন না আরিফুল হক। গত ২০ মে নগরের রেজিস্ট্রারি মাঠে নাগরিক সমাবেশ ডেকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply