গণমাধ্যম কাজ করার সুবাদে বিগত কয়েক বছরে অসংখ্যা গুণী সহকর্মীদের সঙ্গে কাজের সুযোগ হয়েছে। খুব নিকট থেকে সুযোগ হয়েছে একেক জনকে একেকভাবে চেনার, বুঝার ও উপলদ্ধি করার।
মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যেকজন সহকর্মীদের আচার-আচরণ ও সহযোগিতাপূর্ণ মনোভাব আমাকে খুব বেশি অনুপ্রেরণা যোগিয়েছে দিয়েছে তাদের অন্যতম একজন ছিলেন, প্রিয় কর্মস্থল ‘আমার হবিগঞ্জ’ পত্রিকার চিফ রিপোর্টার (প্রধান প্রতিবেদক) আতাউর রহমার ইমরান।
আতাউর রহমান ইমরানকে দেখেছি-দুর্নীতি বা অনিয়মের ক্লু পেলেই বাইক নিয়ে তরিৎগতিতে চলে যেতেন ঘটনাস্থলে। সেখানে শুধু তথ্য সংগ্রহ নয়, প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার বিবরণ নিয়ে করতেন চুলছেড়া বিশ্লেষণ।
মনে পড়ে, তিনি ২০২০সালের ১৪ এপ্রিল (প্রহেলা বৈশাখ) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকা প্রকাশনার ১ম দিন থেকে পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী সুশান্ত দাস গুপ্তের হাত ধরে তার সাংবাদিকতার যাত্রা শুরু করেন।
শুরুর দিকে লাখাই প্রতিনিধি থাকলেও পরবর্তীতে তার শ্রম ও মেধায় স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পান। এরপর কিছুদিন ভারপ্রাপ্ত বার্তা সম্পাদদের দায়িত্বও পালন করেন। পরে ২০২২ সালের ৮ জানুয়ারি পত্রিকাটির প্রধান প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন।
তিনি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০২২ সালের ১৪ এপ্রিল আমার হবিগঞ্জ স্বর্ণপদক ২০২২ লাভ করেন। এর মধ্যে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে ২০২১ সালের ১৯ এপ্রিল পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সুশান্ত দাস গুপ্তের শ্বশুড়ের বাসায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। ছাত্রলীগ-যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলা ও লুটপাট, বিভিন্ন আবাসপত্র ভাংচুর করা হয়।
পরে এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আতাউর রহমান ইমরানসহ ২২ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে ২০২১ সালের ২১ এপ্রিল হবিগঞ্জ সদর থানার এসআই আব্দুর রহিম বাদি হয়ে পুলিশ এ্যাসল্ট দায়ের করেন।
পরে মামলার হাজিরা দিলে সাংবাদিক আতাউর রহমান ইমরান জামিন লাভ করেন। এছাড়াও তার করা নিউজের পর হবিগঞ্জ জেলা স্পেশাল ম্যাজিস্ট্রেট জাকির হোসান বাদী হয়ে আদালতে স্বপ্রণোদিত হয়ে ৫টিরও অধিক মামলা দায়ের করেন। মামলাগুলি এখনও চলমান রয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং লাখাই উপজেলার স্বজনগ্রাম গ্রামে কবর থেকে ধোঁয়া বের হচ্ছে ব্যাপারে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার পেইজে লাইভ ভিডিও করলে ভিডিওটি ৫ মিলিয়ন ভিউ হয়েছিল।
সবমিলিয়ে তিনি ছিলেন জেলাজুড়ে একজন আলোচিত সংবাদকর্মী। গত ১০ অক্টোবর মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। অকালে মৃত্যুতে, আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
লেখক
লাখাই প্রতিনিধি
দৈনিক আমার হবিগঞ্জ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply