1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বৃক্ষ রোপণ-বিতরণ করলেন হবিগঞ্জের আলোচিত ‘গাছ মামা

স্টাফ রিপোর্টার
  • শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে
ছবি : বানিয়াচংয়ে দুই সাংবাদিকের সাথে আলোচিত গাছ মামা রায়হান ।

তালগাছসহ বিভিন্ন জাতের ফলদ ও বনজ বৃক্ষের ৪শত চারা বানিয়াচঙ্গে রোপণ এবং বিতরণ করেছেন হবিগঞ্জের আলোচিত ‘গাছ মামা’ রায়হান।

শুক্রবার (১৩অক্টোবর) শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে তিনি বৃক্ষ রোপণ করেন এবং চারা নিতে আগ্রহী লোকজনের মধ্যে বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান ও সাংবাদিক সাহিদুর রহমান।

বৃক্ষ রোপণ এবং বিতরণ ছাড়াও ‘গাছ মামা’ লোকজনের মধ্যে তালগাছের উপকারিতা তুলে ধরেন। ‘গাছ মামা’ খ্যাত রায়হান মিয়া বানিয়াচং উপজেলা সদরের দাসপাড়া গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র।

তিনি একসময় কাতার প্রবাসী ছিলেন। পরোপকারী স্বভাবের রায়হান মিয়া কাতার থাকাকালে নিজের উপার্জিত অর্থে অনেক প্রবাসী বাঙালীর উপকার করেছেন।

২০১২ সালে দেশে এসে তিনি বৃক্ষ রোপণ শুরু করেন। হবিগঞ্জ শহরে বসবাস করে গাছের নার্সারি করে বিভিন্ন সরকারি দপ্তরের আঙিনায়, শিক্ষা প্রতিষ্ঠানে, সড়কের দুইপাশে বৃক্ষ রোপণ করতে থাকেন। এছাড়া মানুষকে গাছ উপহার দিতে থাকেন। এভাবে তিনি হবিগঞ্জে ‘গাছ মামা’ হিসেবে পরিচিতি লাভ করেন।

বর্তমানেও শহরের উত্তর প্রান্তে খোয়াই নদীর তীরে তার গাছের নার্সারি রয়েছে। সেখান থেকে তিনি মানুষকে গাছ উপহার দেয়াসহ বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করে থাকেন।

রায়হান মিয়া বিয়ে-শাদি না করে চিরকুমারের জীবন বেছে নেয়ায় এবং বিনামূল্যে বৃক্ষ রোপণ ও মানুষের মাঝে বৃক্ষ বিতরণ করে দিনাতিপাত করায় তাঁর বোন বানিয়াচঙ্গের প্রবীণ প্রাইমারি স্কুল শিক্ষিকা আছিয়া খাতুনসহ স্বচ্ছল নিকটাত্মীয়রা তাকে আর্থিক সহযোগিতা করে থাকেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD