1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে
ক্যাপশন : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালিতে নেতৃত্ব দিচ্ছেন প্রধান অতিথি এমপি মজিদ খানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

“অসমতার বিরুদ্ধে লড়াই করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগীতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মলয় কুমার দাসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

এ সময় আব্দুল মজিদ খান এমপি বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদেক্ষেপ সারা বিশ্বে প্রশংসনীয়।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সকলে মিলে মানবসৃষ্ট দুর্যোগ কমিয়ে আনার চেষ্টা করতে হবে। খাল-বিল, নদী-নালা ভরাট করা যাবে না। তিনি আরো বলেন, সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্যই এই দিবসটি পালন করা হয়ে থাকে। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা গেলে জান-মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।

এক সময়ে বাংলাদেশে দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও ক্ষতি হলেও বর্তমানে তেমনটি আর হচ্ছেনা। এছাড়া সরকারের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন তিনি।

সভা শুরু হওয়ার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালি শেষে ১০৫ জন দরিদ্রদেও মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ প্রত্যেককে ১৬টি (২ বান্ডিল করে) ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি এমপি আব্দুল মজিদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো: নাজমুল হাসান, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু,উপজেলা যুবলীগে সহসভাপতি মোঃ ছায়েব আলী, শ্রমিক লীগের সাধারণ সম্পদাক মোঃ রুবেল মিয়া, ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জল প্রমুখ।

এর পূর্বে উপজেলা পরিষদের মাঠে ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD