বানিয়াচংয়ে আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটসাল ফুটবল টুর্ণামেন্টর আজকে ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম খেলায় বেলা আড়াইটায় মুখোমুখি হয় দেওয়ান বাড়ি এফসি বনাম সেভেন স্টার। এই খেলায় টাইব্রেকারে ২-১ গোলে সেভেন স্টারকে হারিয়েছে দেওয়ান বাড়ি এফসি।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় দেওয়ান বাড়ির গোলকিপার জিহাদী। অপর খেলায় সাড়ে তিনটায় টাউন ক্লাবের মুখোমুখি হয় বন্ধু মহল স্পোর্টিং ক্লাব।
এই খেলায় বন্ধু মহলকে ২-০ গোলে পরাজিত করেছে টাউন ক্লাব। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় জীবন। দিনের শেষের খেলায় বিকাল সাড়ে ৪টায় আলী একাডেমী-বি মুখোমুখি হয় আদমখানী স্পোর্টিং ক্লাব-বি’এর।
এই খেলায় টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয় আলী একাডেমী-বি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে আলী একাডেমীর গোলকিপার দেবু।
মঙ্গলবার (১০অক্টোবর) খেলা ৩টি বানিয়াচংয়ের ঐতিহাসিক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (এড়ালিয়ার মাঠ) এই খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলা রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাফুফে’র তালিকাভুক্ত রেফারি আবুল কাশেম ও পরের খেলায় রেফারি হিসেব দায়িত্বপালন বানিয়াচংয়ের স্বানামধন্য রেফারি আব্দুর রউফ মাষ্টার।সহকারি হিসেবে ছিলেন ফয়সল ও আহমেদ নুর উদ্দিন।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ এবং টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি শাহিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। টুর্ণামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন বানিয়াচং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।
আগামীকাল (১১ অক্টোবর) বুধবার টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলা বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হবে জেকেপি স্পোর্টস বনাম টাউন ক্লাব-বি। অপর খেলা বিকাল ৪টায় শরীফখানী ক্রীড়াচক্রের মুখোমুখি হবে সুর্য্যসেনা ক্রীড়াচক্রের। খেলা দুইটি অনুষ্ঠিত হবে যথারীতি বানিয়াচং শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (এলাড়িয়ার মাঠ)।
আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ ইং মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে বানিয়াচংয়ের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল “বানিয়াচং মিরর”।
Designed by: Sylhet Host BD
Leave a Reply