1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এনালাইসিস : ম্যাচ নং- ৬ নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ড

সৈয়দ সুহেল রানা
  • সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে
ছবি : ম্যাচ জয়ের পর নিউজিল্যান্ডের খেলোয়াড়রা ।

নেদারল্যান্ডস এর বিপক্ষে ৯৯ রানের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকায় ১নং পজিশন আরও সুসংহত করলো কিউইরা।

সোমবার ৯ (অক্টোবর) ভারতের হায়দারাবাদের রাজীব গান্ধী জাতীয় স্টেডিয়ামে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নেদারল্যান্ডস। ১ম তিন ওভার টানা মেডেন নিয়ে অধিনায়ক এডওয়ার্ডস এর সিদ্ধান্তের যৌক্তিকতাও প্রমাণ করে আরিয়ান দত্ত ও আর. ক্লাইন।

শুরুর সাবধানী ভঙ্গী থেকে বেড়িয়ে ৪র্থ ওভার থেকে হাত খুলতে শুরু করে গতবারের রানার্সআপ কিউইরা।৩ ওভার শেষে ০ রানে যেখানে শেষ হয়েছিলো সেখান থেকে দলীয় রান ৭ ওভার শেষে হয় ৪৩ রান। তারপর শুধুই কিউইদের দাপট ও নেদারল্যান্ডস বোলার – ফিল্ডার দের হতাশা অব্যাহত থাকে।

দলীয় ৬৭ রানে আগের ম্যাচের শতক হাঁকানো কনওয়ে আফ্রিকান বংশোদ্ভূত অলরাউন্ডার মারউই’র বলে ৩২ রান করে ফেরে।দলীয় ১৪৪ রানে ইয়াং ৭০ রানের চমৎকার ইনিংস খেলে ফেরেন পল ভ্যান মিকিরেন এর বলে।

দলীয় ১৮৫ রানে মারউই’র দ্বিতীয় শিকার হয়ে ফেরে রাচি রাবিন্দ্র। ৪১ তম ওভারে অর্ধশতক থেকে ২ রান দূরে(৪৮) রান করে মিকিরেন এর দ্বিতীয় শিকার হয়ে ফেরে মিচেল।

অধিনায় লাথামের চমৎকার অর্ধশত (৫৩) এর পাশাপাশি সান্টনার এর ঝড়ো ১৭ বলে ৩৪* রানে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রানের বড় স্কোর দ্বার করায় নিউজিল্যান্ড।

এই বিশ্বকাপে বোলিং পরিচয় থেকে পুরোদস্তুর অলরাউন্ডার ভুমিকায় অবতীর্ণ হয়েছে মিরাজ ও রাবিন্দ্র। প্রস্তুতি ম্যাচে সহ মূল ম্যাচেও অর্ধশতকের দেখা পেয়েছে দু’জনই। নেদারল্যান্ডস এর পক্ষে আরিয়ান,মারউই ও মিকিরেন ২টি করে উইকেট লাভ করে। এছাড়াও ডি লীডি ১টি উইকেট পায়।

৩২৩ রানের বড় রান তাড়ায় দলীয় ৬ষ্ঠ ওভারেই ফেরে বিক্রমজিৎ সিং। তাকে সরাসরি বোল্ড করে ফেরায় হেনরি। ১১ তম ওভারে দলীয় ৪৩ রানে সান্টনার এর বলে ১৬ রান করে এলবিডব্লুর ফাঁদে পড়ে ফেরে এম. ও’ডাউড।

আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চমৎকার অর্ধশতক করা ডি লীডি মাত্র ১৮ রান করে রাবিন্দ্র’র বলে বোল্টের তালুবন্দি হয়। ৬৭ রানে ৩ উইকেট হারানো নেদারল্যান্ডস’কে টেনে নিতে থাকে অভিজ্ঞ অ্যাকারম্যান ও নিদামানুরু জুটি।

কিন্তু দলীয় ১১৭ রানে দুর্ভাগ্যজনক রান আউটের ফাঁদে পড়ে নিদামানুরু ফিরলে আর বড় কোন জুটি গড়ে তুলতে পারেনি নেদারল্যান্ডস। তাতে নিয়মিত উইকেট হারিয়ে ২২৩ এই থেমে যায় নেদারল্যান্ডস। এতে ৯৯ রানের বড় ব্যবধানে জয়লাভ করে কিউইরা।

নিউজিল্যান্ডের পক্ষে সান্টনার ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেয় নেদারল্যান্ডসের ইনিংস। এছাড়াও হেনরি ৩টি ও রাবিন্দ্র ১টি উইকেট লাভ করে। ১৭ বলে অপরাজিত ৩৪* রান এবং ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মাইকেল সান্টনার।

আগামীকাল (১০অক্টোবর) দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচে মোকাবিলা করবে বাংলাদেশ বনাম ইংল্যান্ড (স্থানীয় সময় সকাল ১০.৩০ ঘটিকায়) এবং পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার (স্থানীয় সময় ২.০০ ঘটিকায়)।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD