1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এনালাইসিস : ম্যাচ নং-৪- সাউথ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা

সৈয়দ সুহেল রানা
  • রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার পড়া হয়েছে
ছবি : ম্যাচ জয়ের পর সাউথ আফ্রিকা দলের বিজয়োল্লাস ।

রেকর্ডময় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করলো সাউথ আফ্রিকা। শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় ২ ঘটিকার সময় দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রানের রেকর্ড গড়ে আফ্রিকা।

বিশ্বকাপে এর আগে সর্বোচ্চ ৪১৭ রান ছিল অস্ট্রেলিয়ার, ২০১৫ সালে পার্থে আফগানিস্তানের বিপক্ষে হয়েছিল সেই রেকর্ড।

সাউথ আফ্রিকান তিন ব্যাটার ডি’কক ১০০(৮৪বলে),ভেন ডার ডুসেন ১০৮(১১০বলে) ও এইডেন মাকারাম ১০৬(৫৪বলে) শতক করেন। বিশ্বকাপে এক ইনিংসে ৩টি শতক নতুন রেকর্ড এবং সব মিলিয়ে এটি চতুর্থ রেকর্ড।

মাকারামের ৪৯ বলে শতক বিশ্বকাপে দ্রুততম শতকের রেকর্ড। এত দিন দ্রুততম ছিল ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনের ৫০ বলে সেঞ্চুরি।

ডি’কক,ডুসেন ও মাকারামের শতকের পর মিলারের ২১ বলে ৩৯ রানের কল্যাণে সাউথ আফ্রিকা ৪২৮ রান তুলতে সক্ষম হয়।

নিদারুন মার খাওয়ার দিনে শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাদুশঙ্কার দুই উইকেটই সেরা বোলিং, যদিও ১০ ওভারে দিয়েছেন ৮৬ রান। অবশ্য প্রোটিয়াদের এমন ঝড়ো ব্যাটিংয়ের দিনে এমন রান খরচ করতে হয়েছে সব বোলারকেই।

রানের পাহাড় ৪২৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ইনফর্ম নিশাকা(০) রানে এবং কোশাল পেরেইরা (৭) রানে ফিরলে রানরেটের চাপে পড়ে লঙ্কানরা।

কোশাল মেন্ডিস ৪২ বলে ৭৬,আসালাঙ্কা ৬৫ বলে ৭৯ এবং অধিনায়ক ৬২ বলে ৬৮ রান করে শুধুমাত্র পরাজয়ের ব্যবধান টাই কমাতে পেরেছে।শেষের দিকে রাজিথা ৩১ বলে ৩৩ রান করে দলকে ৩০০ রান পাড় করতে সহায়তা করে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৪৪.৫ ওভারে সব-কটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩২৬ রান।

১০২ রানের বড় ব্যবধানে জয়ে বেশ ভালো ২.০৪ নেট রানরেট পেয়ে বর্তমান নিউজিল্যান্ডের পর দুই নাম্বারে অবস্থান করছে সাউথ আফ্রিকা।

৪৯ বলে শতক(১০৬) রান করা এইডেন মাকারাম ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD