চাপের ম্যাচে সাহসী অধিনায়কত্বে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সাকিব। বাংলাদেশ পেয়েছে ৬ উইকেটের সহজ জয়।
শনিবার (৭অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
শুরুতে আফগানরা ৮ ওভারে ৪৭ রান করলেও আফগান ওপেনার ইব্রাহিম জাদরান(২২) ও রহমত শাহ(১৮) দু’জনকেই বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ফেরায় সাকিব। মূলত সেখান থেকেই আফগানদের রানের গতি কমতে শুরু করে।
চতুর্থ উইকেটে যখন আফগানিস্তান ভালো পার্টনারশিপ করে বাংলাদেশের কপালে চিন্তার ভাজঁ ফেলা শুরু করেছিলো তখনই সাকিবের স্মার্ট অধিনায়কত্ব দেখে ক্রিকেট বিশ্ব। পেস বোলিং যখন কাজ করছিলো না তখনই একপ্রান্তে মিরাজকে আনেন সাকিব।
অধিনায়কের আস্তার প্রতিদানে আফগান অধিনায়ক শাহেদী (১৮)কে দারুণ বোলিংয়ের ফেরায় মিরাজ। মূলত এটিই ছিলো ম্যাচের টার্নিং পয়েন্ট। পরবর্তী ওভারে দারুণ স্লো’ডেলিভারিতে আফগান ইনফর্ম ডেশিং ওপেনার গুরবাজ(৪৭)কে ফেরায় মিরাজ।
এরপর নিয়মিত বিরতিতে আফগানিস্তানের উইকেট পড়তে থাকে এবং দ্রুতই তাদের ১৫৬ রানে অলআউট করে টাইগাররা।শেষের দিকে পেস বোলিং অলরাউন্ডার ওমরজাই ২০ বলে ২২ রান করে দলের রান ১৫০ এর উপরে তুলে। বাংলাদেশের পক্ষে মিরাজ ২৫ রানে ৩টি ও সাকিব ৩০ রানে ৩টি উইকেট লাভ করে।এছাড়াও শরীফুল ২টি উইকেট এবং তাসকিন-মুস্তাফিজ ১টি করে উইকেট পায়।
১৫৭ রানের টার্গেটে শুরুতে ২৭ রানের মধ্যেই তানজিম(৫) ও লিটন (১৩) দ্রুত ফিরলেও মিরাজের ম্যাচ জয়ী (৫৭) ও শান্তর(৫৯*) রানে বাংলাদেশ ৭ উইকেটের সহজ জয় পায়।আফগান স্পিনত্রয়ীকে দারুন ভাবে সামলিয়ে দুই তরুণ মিরাজ ও শান্ত বাংলাদেশকে সহজ জয় এনে দেয়। সাকিব ১০ রান করে আউট হয় ওমরজাইর বলে।
৩ উইকেট ও ৫৭ রান করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিরাজ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply