বানিয়াচং মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩অক্টোবর) সন্ধ্যা ৭টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ কার্যালয়ে ক্লাবের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু’র (দৈনিক কান্ট্রিটুডে) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দাল মিয়া (দৈনিক প্রতিদিনের বাণী) এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমাপনী বক্তব্যে ইমতিয়াজ আহমেদ লিলু বলেন, পৃথিবীর বিখ্যাত গ্রাম বানিয়াচংয়ের ইতিহাস-ঐতিহ্য ও উন্নয়নকে বিশ্বের বুকে নিপুণভাবে তোলে ধরা, মডেল প্রেসক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গণগ্রন্থাগারকে আধুনিকায়ন, এবং ক্লাবের সকল সদস্যদেরকে সংবাদের প্রতি মনোনিবেশ করতে আহবান জানান তিনি।
এ সময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হাসান সাগর (দৈনিক আমার হবিগঞ্জ),কোষাধ্যক্ষ শেখ মো: আলমগীর (তরঙ্গ২৪ডটকম),আইন বিষয়ক সম্পাদক দিলোয়ার হোসেন (বানিয়াচং মিরর), সিনিয়র নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন ( দৈনিক সমকাল) ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু (দৈনিক ভোরের কাগজ)।
Designed by: Sylhet Host BD
Leave a Reply