1. sm.khakon@gmail.com : admin :
  2. rayhansumon2019@gmail.com : rayhan sumon : rayhan sumon
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

এমপি মজিদ খান ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ আজকের খেলায় বিজয়ী সুর্য্যসেনা ও পপুলার-বি ॥

ইমতিয়াজ আহমেদ লিলু
  • মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৬৩৫ বার পড়া হয়েছে
ক্যাপশন : উত্তেজনাপুর্ণ খেলার মুহুর্ত

বানিয়াচংয়ে আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ফুটসাল ফুটবল টুর্ণামেন্টর দ্বিতীয় দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় সুর্য্যসেনা ক্রীড়া চক্র বনাম আইকন বয়েজ ফুটবল ক্লাব। এই খেলায় আইকন বয়েজ ফুটবল ক্লাববে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে সুর্য্যসেনা। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছে সুর্য্যসেনা ক্লাবের হাবিব।

অন্যদিকে দিনের অপর খেলায় পপুলার যুব সংঘ মুখোমুখি হয়েছে পপুলার যুব সংঘ বি-এর সাথে। এই খেলায় পপুলার এ কে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয় পপুলার যুব সংঘ -বি। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পপুলার বি’র খেলোয়াড় ইমদাদ।

মঙ্গলবার (৩ অক্টোবর) যথাক্রমে বিকাল ৩টায় ও অপর খেলা ৪টায় বানিয়াচংয়ের ঐতিহাসিক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (এড়ালিয়ার মাঠ) এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় রেফারি হিসেবে দায়িত্বপালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর তালিকাভুক্ত রেফারি আবুল কাশেম। অপর খেলায় রেফারি দায়িত্ব পালন করেন স্বনামধন্য রেফারি আব্দুর রউফ মাষ্টার।

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ এবং টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি শাহিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন বানিয়াচং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।

আগামীকাল (৪অক্টোবর) বুধবার টুর্ণামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় বিকাল ৩টায় মুখোমুখি হবে মন্দরি স্পোর্টিং ক্লাব বনাম এ কে অলস্টার। অপর খেলায় বিকাল ৪ টায় সৈদ্যরটুলা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে ইউনিটি স্পোর্টিং ক্লাবের। খেলা দুইটি অনুষ্ঠিত হবে যথারীতি বানিয়াচং শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (এলাড়িয়ার মাঠ)।

আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ফুটসাল ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ ইং মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে বানিয়াচংয়ের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “বানিয়াচং মিরর”।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
বানিয়াচং মিরর  © ২০২৩, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD